হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭ হাজার ইয়াবা জব্দ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আশারতলী সীমান্ত থেকে সাত হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ২২ লাখ ৮০ হাজার টাকা। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাত হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 

খবর পেয়ে শনিবারে রাতে পুলিশের বিশেষ একটি দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্থানের বাউন্ডারির পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। 

পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে সাত হাজার ৬০০টি বর্মিজ ইয়াবা উদ্ধার করে।

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ