হোম > সারা দেশ > বান্দরবান

চাঁদা দাবি করায় থানচি সড়কে বাস চলাচল বন্ধ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসীরা চাঁদা দাবি করায় বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিক-মালিকেরা। নিরাপত্তার অজুহাতে আজ বুধবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীসহ পর্যটকেরা। 

পরিবহনশ্রমিকেরা জানান, কিছুদিন আগে একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাসমালিকদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে বাসমালিকেরা তাদের কাছ থেকে কিছুদিন সময় নেন। কিন্তু দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। তাই নিরাপত্তার কারণে এই সড়কে বাস চলাচল বন্ধ কর দেন পরিবহনশ্রমিকেরা। 

তবে বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ), পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কার্যক্রম থাকলেও কারা চাঁদা দাবি করেছে, এই বিষয়ে পরিবহনশ্রমিকেরা নাম প্রকাশ করেননি। 

এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার কারণে পরিবহনশ্রমিকেরা সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বাস চলাচল স্বাভাবিক করা হবে।’ 

এ ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় পরিবহনশ্রমিকেরা থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।’

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা