হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে প্রাক বাজেট সংলাপ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা বলেন, ‘বাজেট হল এক বছরের সার্বিক উন্নয়ন, বরাদ্দ, প্রয়োজন এবং আয়ের উৎস ব্যয় নির্বাহ বিষয়ে সম্ভাবনা পরিকল্পনা। বৃহৎ পরিসরে, বাজেট হল রাষ্ট্রের এক বছরের উন্নয়ন-সম্ভাবনা, আয়ের উৎস, ব্যয়ের খাত এবং সার্বিক চিত্রকে সম্ভাব্য হিসেবে তুলে ধরা।’ আজ মঙ্গলবার সকালে বান্দরবান সদরের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) বিএনকেএস মিলনায়তনে প্রাক-বাজেট সংলাপে প্রধান অতিথির বক্তব্যে অংচমং মারমা এসব কথা বলেন। 

অংচমং মারমা বলেন, ‘কোনো একটি পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাজের আগে এ বিষয়ে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপ হয়। এর মাধ্যমে অনেক কিছু সংযোজন-বিয়োজন করা হয়।’ 

পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে বান্দরবানে এই প্রাক-বাজেট সংলাপ আয়োজন করা হয়। 

সংলাপ সভায় আরও উপস্থিত ছিলেন, বলিপাড়া নারী কল্যাণ সমিতির (বিএনকেএস) কর্মসূচি পরিচালক পেশল চাকমা, বীর বাহাদুর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক উম্মে হুজাইফা মিফতাহ, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (অব:) মংক্য শোয়েনু নেভী, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীসহ বান্দরবান জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন পেশাজীবীর প্রতিনিধিরা। 

এ সময় অন্যান্য বক্তারা, পরিকল্পনা ও জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাগরিক সমাজের উদ্যোগ এবং মতামতকে শক্তিশালী করার উদ্দেশ্যে প্রাক-বাজেট সংলাপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

বান্দরবানের থানচি: নতুন স্কুলভবনও ‘পরিত্যক্ত’

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বান্দরবানে দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জাম উদ্ধার

বান্দরবানে যেসব ভোটকেন্দ্রে ব্যবহার করা হবে হেলিকপ্টার

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মরা গাছ ভেঙে পড়ার আতঙ্কে থানচি বাজারের বাসিন্দারা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১২ লাখ জাল টাকাসহ তিন রোহিঙ্গা গ্রেপ্তার

আরাকান আর্মিদের জন্য নেওয়া হচ্ছিল ১৫০০ মশারি, আটক ৫