হোম > সারা দেশ > বান্দরবান

পরিস্থিতি স্বাভাবিক হলে পার্বত্য ৩ জেলা পর্যটকের জন্য খোলা হবে: ধর্ম উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নিরাপত্তার জন্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে যে কোনো সময় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।

খালিদ হোসেন আরও বলেন, দেশের সংস্কারে হাত দেওয়া হয়েছে, সংস্কারের কাজ চলছে। অত্যন্ত দক্ষ মানুষ দিয়ে আমাদের সংস্কার কার্যক্রম চলছে।

আজ রোববার সকালে বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রের চা বাগানের প্রবেশ মুখের পাশে জেলা মডেল মসজিদ স্থাপনের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন।

মসজিদ স্থাপনের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা এমন একটা জায়গায় মসজিদ চাচ্ছি যেখানে মুসল্লিদের সমাগম হবে। এর সঙ্গে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কাজ করে যাচ্ছেন। সাম্প্রদায়িক সম্প্রতি যাতে রক্ষা হয়, পাহাড়ি-বাঙালি যাতে সহ-অবস্থানে থাকতে পারে, সে জন্য পার্বত্য মন্ত্রণালয় কাজ করছে। 

নিরাপত্তার জন্য খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে পর্যটকদের ঢুকতে দেওয়া হচ্ছে না উল্লেখ করে খালিদ হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে প্রশাসন যদি মনে করে তখন যে কোনো সময় পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।’ 

ধর্ম উপদেষ্টার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, জেলা প্রশাসক শাহ্ মোজহিদ উদ্দিন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিতে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় তিন পার্বত্য জেলার প্রশাসন।

থানচিতে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ২ লাখ টাকা জরিমানা

সেতু যেন মৃত্যুফাঁদ

বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদ্‌যাপন

জোত পারমিটের আড়ালে কাঠ পাচার

বান্দরবানের থানচি: গতি নেই বিশুদ্ধ পানির প্রকল্পে

বান্দরবানের শঙ্খ নদে ইঞ্জিনচালিত দুই নৌকার সংঘর্ষ, নিহত ১

থানচিতে পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল, কর্মবিরতি প্রত্যাহার

বান্দরবানে পালিয়ে এলেন মিয়ানমারের ৫ সেনা ও সীমান্তরক্ষী পুলিশ, থানায় সোপর্দ

বান্দরবানে হাতির আক্রমণে রাবারবাগানের মালিকের মৃত্যু

বান্দরবানে এনসিপির নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা