নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বান্দরবানের থানচিতে র্যাবের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কেএনএফ ও নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সকালে থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় গোলাগুলি হয় বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন।
খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এর আগেও জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে আমাদের অভিযান হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।’
শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে বান্দরবানে র্যাবের সংবাদ সম্মেলন চলছিল।