হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, দুবলারচরে মারা গেছে হরিণ

বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি  

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত, মারা গেছে হরিণ। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসে দুবলারচরে মারা গেছে হরিণ। শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবন ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে অমাবস্যার জোয়ারে স্বাভাবিকের চেয়ে বৃহস্পতিবার পাঁচ-ছয় ৬ ফুট জলোচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ির অফিস-ব্যারাক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, জোয়ারের পানির তীব্রতায় শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় বনরক্ষীরা দেখতে পেয়ে এটিকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত হরিণটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, জোয়ারের জলোচ্ছ্বাসে কটকার বন পাঁচ থেকে ছয় ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুর পাড়সহ উঁচু জায়গায় এসে নিরাপদ আশ্রয় নেয়। এখানে কোনো হরিণ মারা যায়নি বলে জানান তিনি।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী বলেন, স্বাভাবিক সময়ের চেয়ে বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে সুন্দরবন পাঁচ-ছয় ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।

এদিন দুপুরে দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জলোচ্ছ্বাসের পানিতে ডুবে হরিণটি মারা গেছে। আরও মৃত হরিণ পাওয়া যায় কি না, তা খুঁজে দেখার জন্য বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড

বাগেরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত

বাগেরহাটে নদীতে জালিবোট উল্টে নারী-শিশুসহ আহত ২০

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাটে আগুনে পুড়ল শতবর্ষী গাছ

চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮