হোম > সারা দেশ > ঢাকা

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে, র‍্যাবের জালে ৪ প্রতারক ধরা

ময়মনসিংহ প্রতিনিধি

ভুয়া মেজর অভিযোগে গতকাল রোববার ভোরে মুক্তাগাছা থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের মুক্তাগাছায় সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিয়ে করার পর এক যুবকসহ চারজনকে ভুয়া অভিযোগে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তিনটি স্মার্টফোন, নগদ ৩ হাজার ৯০০ টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা জেলার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জ জেলার মো. মনির হোসেন (৩২)। তাঁদের মধ্যে মাহিন হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দেন।

আজ সোমবার বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪–এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে মুক্তাগাছা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. মাহিন হোসেন মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে ফুসলিয়ে গোপনে বিয়ের রেজিস্ট্রি করেন। বিয়ের বিষয়টি জানাজানি হলে তরুণীর বাবা তাঁর মেয়েকে জামাইসহ বাসায় আসতে বলেন। আসামি মো. মাহিন হোসেন বাসায় এলে তাঁর কাছে মেজর আইডি ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তিনি অসংগতিমূলক কথাবার্তা বলতে থাকেন। তখন মেজর জানান, তিনি র‌্যাব-১৪ ময়মনসিংহের সিওর দায়িত্ব পেয়েছেন। বিষয়টি তরুণীর বাবার কাছে সন্দেহজনক মনে হলে তা যাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন। তখন তাঁর মেজর আইডি কার্ডটি সঠিক নয় বলে জানতে পারেন তরুণীর বাবা। পরে ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করেন। অভিযোগের পর র‍্যাবের একটি দল মাহিন হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে।

ময়মনসিংহ র‍্যাব-১৪–এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশুর মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ