হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ছুরিকাহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি

পাবনা থানা। ছবি: আজকের পত্রিকা

পাবনায় ছুরিকাঘাতে আহত হয়ে রনি মণ্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত ইমন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। এর আগের দিন রোববার রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলছিল। রোববর রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়া হয়।

ওসি আবদুস সালাম বলেন, অভিযুক্ত ইমনকে রাতেই আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সঙ্গে কী বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে, আগের কোনো বিরোধ ছিল।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ