হোম > সারা দেশ > ঢাকা

হাইওয়ে পুলিশকে ট্রাফিক সাইনসামগ্রী দিল কেএসআরএম

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে কেএসআরএমের ট্রাফিক সাইনসামগ্রী দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে ট্রাফিক সাইন ইকুইপমেন্টস দিয়েছে শিল্পগ্রুপ কবির স্টিল রিং-রোলিং মিলস লিমিটেড (কেএসআরএম)।

উত্তরার হাইওয়ে পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান দেলোয়ার হোসেন মিঞার কাছে এসব ট্রাফিক সাইন (সিগন্যাল)-সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় হাইওয়ে পুলশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) আশফাকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘এক হাতে যেমন তালি বাজে না, কোনো কিছু করতে গেলেও একাকী হয় না। এটি যৌথভাবে করতে হয়। যৌথভাবে করতে পারলে এটি খুব সহজ হয়। বিশেষ করে, আমরা যারা সরকারি কর্মজীবী আছি, আমাদের অনেক লিমিটেশন আছে। বিভিন্ন বিধিবিধানের আলোকে কিনতে হয়।’

অতিরিক্ত আইজিপি বলেন, ‘সরকারের অবস্থা এমন যে, আমাদের দরকারি ইকুইপমেন্টগুলোও আমরা কিনতে পারি না। তাই ইকুইপমেন্টগুলো দেওয়ার জন্য কেএসআরকে ধন্যবাদ।’

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশকে কেএসআরএম ট্রাফিক সাইনসামগ্রী দিয়েছে। ছবি: আজকের পত্রিকা

দেলোয়ার হোসেন বলেন, ‘আমরা যদি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে ঠিক রাখতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকবে।’

এ সময় হাইওয়ে পুলিশকে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ এবং পুলিশের পাশের থাকার সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার কথা জানান কেএসআরএমের মহাব্যবস্থাপক কর্নেল (অব.) আশফাকুল ইসলাম।

নেছারাবাদে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

গাংনীতে এবার খেজুরের রস বেশি পাওয়ায় খুশি গাছিরা

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা

বকশীগঞ্জের সাবেক মেয়র মতিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

মৌলভীবাজারের কমলগঞ্জ: ভাগ্য বদলায়নি, কষ্টে দিন পার চা-শ্রমিকের

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে