হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার: পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী ও এক পুরুষের ওপর রামদা দিয়ে হামলা করছেন দুজন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর উত্তরায় বাড়ি ফেরার পথে প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনার বিস্তারিত আজ বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে বার্তা দেওয়া হয়েছে।

ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে দা দিয়ে কোপানোর ঘটনায় পুরো চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে বিস্তারিত বুধবার বেলা ১১টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন করে জানাবেন ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

এর আগে সোমবার রাজধানীর উত্তরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে এক দম্পতিকে দা দিয়ে কোপায় দুর্বৃত্তরা।

এদিন ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও তাঁর স্ত্রী ইফতি মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। ওই তিনজনের কারও কাছ থেকে খবর পেয়ে আরও দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তাঁরা এসেই স্বামী-স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

ওসি হাফিজ আরও বলেন, ‘দুই মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।

আরও খবর পড়ুন:

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষক নেতার

আমনের বাম্পার ফলনেও মুখে হাসি নেই কৃষকের, বাজারে ধানের দাম কমায় হতাশা

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

গলায় রশি পেঁচানো নছিমনচালকের লাশ উদ্ধার

পাহাড়ে ভুট্টা চাষে ভালো ফলন পেলেন কৃষক জয়নাল

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত