হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় বিধ্বস্ত বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলট তৌকির ইসলাম নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

পাইলট তৌকির ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

শাহজাহান শিকদার আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে আমরা বিমানটির পাইলটকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছি। তিনি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।’

দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক মানুষকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের উদ্ধারকাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে।’

আরও খবর পড়ুন:

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হত্যার হুমকি: আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা, বাইরে কুড়াল নিয়ে ঘুরছিল কিশোর

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা-মেয়ের

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির