হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, রাতের জন্য ট্রেন চলাচল বন্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সচিবালয় স্টেশন এলাকায় মেট্রোরেলের ওপর ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে এমন ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমআরটি) লাইন–৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রেনের ছাদের ওপর দুজনকে দেখা যায়। খবর পাওয়ার পরই ট্রেন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। একজনকে উদ্ধার করা হয়েছে, আরেকজন রেল ট্র্যাক দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। উদ্ধার হওয়া ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

ঘটনার কারণে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এদিকে চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

মেট্রোর এক যাত্রী জানান, রোববার রাত ৮টা ২০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে একটি ট্রেন থেমে আছে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলাচল করে।

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

ফেনীতে খালেদা জিয়ার আসনে বিএনপির ৩ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

টিনের চাল থেকে বিড়াল নামাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

গাংনীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

জামিনে বেরিয়ে হত্যা মামলার বাদীর ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

পাঁচবিবি সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, উত্তেজনা