হোম > সারা দেশ > নাটোর

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক

নাটোর (লালপুর) প্রতিনিধি

ছাত্রদল নেতাসহ ইমো হ্যাকার চক্রের তিন সদস্য আটক। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকার’ ও ‘ব্যাংক রিসিট’ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে সেনাবাহিনী।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার লালপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের ফিরোজ আলীর ছেলে মুশফিকুর রহিম প্রান্ত (১৮), লালপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে ও নাটোর জেলা ছাত্রদলের সহ-আইনবিষয়ক সম্পাদক এস এম শাহরিয়ার পারভেজ পল্লব (৩১) এবং জিয়া সরকারের ছেলে জাহিদ হাসান জীবন (১৯)।

জানা গেছে, আটক ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাঁদের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, সিম কার্ড, একটি ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাঁদের নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ