হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি, চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কাতালগঞ্জ বৌদ্ধমন্দির সড়কে জলাবদ্ধতা। আজ বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: হেলাল সিকদার

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরমে কিছুটা হলেও আরাম পাচ্ছে নগরবাসী। তবে বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী কয়েক দিন এ ধরনের বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে নগরের পতেঙ্গা আবহাওয়া অফিস।

বৃষ্টিতে নগরের জিইসি মোড়, বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, ডিসি রোডসহ নগরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পড়েছেন ভোগান্তিতে।

এ বিষয়ে বাকলিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজা জান্নাত বলে, ‘সকালে রোদ ছিল, সেই সঙ্গে প্রচণ্ড গরমও। সে কারণে ছাতা নিয়ে বের হইনি। এখন স্কুল থেকে ফেরার সময় বৃষ্টি হচ্ছে, রাস্তায় পানি। বিপদে পড়ে গেলাম।’

বেসরকারি চাকরিজীবী মো. জিয়াউল হাসান বলেন, ‘জলাবদ্ধতা চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা। বর্ষার আগে সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে বলা হয়, “এই বছর জলাবদ্ধতার সমস্যা হবে না।” কিন্তু বৃষ্টি পড়লে সমস্যা ঠিকই হয়। চট্টগ্রামবাসীর এই ভোগান্তি কখন শেষ হবে জানি না। হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সুফল কবে পাব, তা-ও জানি না।’

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম নগরে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও কয়েক দিন এ ধরনের থেমে থেমে বৃষ্টি ঝরার সম্ভাবনা রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ