হোম > সারা দেশ > ঢাকা

মসলার বাজার: বাড়তি দামে দুশ্চিন্তায় ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ঈদুল আজহার বাকি ১৫ দিন। এর মধ্যেই বেড়েছে ঈদ উৎসবের বিশেষ রান্নায় অপরিহার্য বিভিন্ন গরমমসলার দাম। বিক্রেতারা বলছেন, সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। ভালো মানের এলাচির দাম কেজিতে প্রায় ৬ হাজার টাকা। আক্ষেপ করে গতকাল বৃহস্পতিবার কাঁচাবাজারের এক ক্রেতা বললেন, এখনই মসলার বাজারে যে অবস্থা, তাতে ঈদের সময় নিম্ন আয়ের পরিবারকে না মসলা ছাড়াই গরুর মাংস রান্না করতে হয়!

শুধু এলাচি নয়, দাম বেড়েছে জিরা, লবঙ্গ, দারুচিনিসহ অন্যান্য মসলারও। রাজধানীর বাজারগুলোতে গতকাল খুচরায় প্রতি কেজিতে এলাচি বিক্রি হয় ৫ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৮০০ টাকা। বিক্রেতারা বলছেন, মানভেদে প্রতি কেজির দাম ২০০-৩০০ টাকা বেড়েছে। জিরা বিক্রি হয়েছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। দুই সপ্তাহ আগেও এর দাম ছিল ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজি।

গতকাল লবঙ্গ বিক্রি হয়েছে ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৬৫০ টাকা কেজি। লবঙ্গের দাম গত এক-দুই সপ্তাহে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। দারুচিনি বিক্রি হয়েছে ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি, যা কিছুদিন আগেও ছিল ৫০০ থেকে ৫৫০ টাকা।

এ ছাড়া তেজপাতা ১৪০ থেকে ২২০ টাকা কেজি ও কাজুবাদাম ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

রাজধানীর সেগুনবাগিচা বাজারের দোকানি মোস্তাফিজুর রহমান বলেন, ‘মসলার দাম গত সপ্তাহ থেকে বাড়ছে। ঈদকে সামনে রেখে যদি এভাবে বাড়তে থাকে, তবে আমাদের বিক্রিও কমতে থাকবে। বিশেষ করে এলাচির দাম বেড়ে এমন অবস্থা হয়েছে, এখন ১০০ টাকার নিচে গরমমসলা বিক্রি করা যায় না।’

সীমিত আয়ের খুচরা ক্রেতারা অনেক সময় দৈনন্দিন প্রয়োজনে ৫০ টাকায় কয়েক ধরনের গরমমসলার মিশ্রণ কেনেন।

মুদিদোকানির ভাষায় তার নামই ‘গড়মসলা’। এখন ৫০ টাকার গড়মসলা কিনলে তাতে এলাচি পাওয়া যাচ্ছে বড়জোর ৫-৬ গ্রাম, অর্থাৎ মাত্র কয়েকটি। এতে ক্রেতার চাহিদা মেটে না।

অন্যান্য মসলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, ধনেগুঁড়ার দাম আগের মতোই রয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি, আমদানির রসুন ১৬০ থেকে ১৭০ টাকা ও আদা বিক্রি হচ্ছে ১২০ থেকে ২২০ টাকা কেজি।

তেল, চিনি, ডাল, চালসহ অন্যান্য নিত্য মুদি পণ্য বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। এ ছাড়া একই রকম আছে মুরগি, ডিম ও গরুর মাংসের দাম। ফার্মের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ১৩৫ থেকে ১৪০ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৭০ থেকে ২৮০ টাকা কেজি।

বিক্রেতারা জানিয়েছেন, চালের দাম গত সপ্তাহ পর্যন্ত কমেছে। এ সপ্তাহে নতুন করে আর কমেনি। নাজিরশাইলসহ সরু চাল বিক্রি হচ্ছে ৭২ থেকে ৮০ টাকা কেজি। আটাশ, উনত্রিশসহ মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে।

সবজির দামও স্থির রয়েছে আগের দামেই। আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। এ ছাড়া ঢ্যাঁড়স, পটোলসহ কিছু সবজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা কেজি। কাঁকরোল, করলাসহ কিছু সবজির দাম ৬০ থেকে ৮০ টাকা কেজি।

এদিকে নতুন করে বেড়েছে গুঁড়া দুধের দাম। রাজধানীর খুচরা বাজারগুলোতে ডিপ্লোমা ও ডানো ব্র্যান্ডের দুধের দাম প্রতি কেজি ৯৫০ টাকা করা হয়েছে, যা ৯১০ টাকা ছিল। এ ছাড়া মার্কস প্রতি কেজি ৯২৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৮৮০ টাকা। এ ছাড়া ফ্রেশের নতুন মূল্য ৯১০ টাকা, যা ৮৮০ টাকা ছিল।

চাঁদাবাজির প্রতিবাদে চার দিন ধরে মাছবাজার বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ