হোম > সারা দেশ > ঢাকা

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  জবি প্রতিনিধি

প্রধান উপদেষ্টার সঙ্গে মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে একজনকে আটক করা হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেদী ওই এলাকাতেই থাকেন।

আটক হামলাকারীর নাম শাহজাহান। তিনি স্বেচ্ছাসেবক লীগের নারায়ণপুর ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘আমি নিজের এলাকার কাছে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’

এ বিষয়ে চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনামাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আটক হামলাকারী নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।’

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

হোসেনপুরে কয়লাবোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজ দেবে যোগাযোগ বিচ্ছিন্ন

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

নামেই পাবলিক টয়লেট, তালা ঝুলছে আড়াই বছর ধরে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

বান্দরবান আসন: জামায়াত ঠেকাতে এককাট্টা বিএনপি-জেএসএস-আ.লীগ

দখল আতঙ্কে ৩২ পরিবার