হোম > বিশ্লেষণ

বাংলাদেশের টাকার চেয়ে আফগান মুদ্রার মান এত বেশি কেন? 

পরাগ মাঝি

বৈশ্বিক মন্দা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবসহ নানা কারণেই অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার মান কমেছে। আজ বুধবার (৪ অক্টোবর) ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান ছিল ১১০ টাকার ওপরে। অথচ ২০২০ সালেই ৮৪ টাকায় ১ ডলার পাওয়া যেত।

একটি পর্যালোচনায় দেখা গেছে, সাম্প্রতিক বিভিন্ন প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ব্যতীত বাংলাদেশি মুদ্রার মানই সবচেয়ে বেশি কমেছে। এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগান মুদ্রার বিপরীতেও টাকার মান অনেক কমে গেছে।

 ২০২১ সালেও টাকা আর আফগানির (আফগান মুদ্রা) মান ছিল প্রায় সমান। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের রেকর্ড অনুযায়ী, ১ ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান ছিল প্রায় ৮৮ আফগানি। একই মাসে ১ ডলারের বিনিময়ে বাংলাদেশি মুদ্রার মান ছিল প্রায় ৮৫ টাকা। অর্থাৎ সে সময় ৯৬ টাকার বিনিময়ে ১০০ আফগানি পাওয়া যেত। মাত্র দুই বছরের ব্যবধানে এখন ১০০ আফগানি পেতে ১৪৩ টাকা খরচ করতে হবে!

২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল তালেবান। ইসলামি অনুশাসনে পরিচালিত এই সরকারকে কিছুটা পশ্চাৎপদ হিসেবেই বিবেচনা করে বাকি বিশ্ব। কিন্তু তাঁদের অধীনেই আফগান মুদ্রার মান বেড়ে যাওয়া রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে—কীভাবে এমনটি সম্ভব হলো?

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব মুদ্রাব্যবস্থায় বর্তমানে অবিশ্বাস্য ‘পারফর্ম’ করছে আফগানি। বাংলাদেশি টাকা কিংবা ভারতীয় রুপিই শুধু নয়, মুদ্রাটির সাম্প্রতিক উত্থান টপকে গেছে ডলারকেও। গত ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আফগানির মূল্য ৯ শতাংশ বেড়েছে। যা অন্য যেকোনো মুদ্রার চেয়ে বেশি। বিষয়টি বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছে। বর্তমানে ১ ডলার পেতে ৭৭ আফগানি খরচ করতে হচ্ছে, যেখানে বাংলাদেশি মুদ্রায় খরচ করতে হচ্ছে ১১০ টাকার ওপরে।

বিশেষজ্ঞরা বলছেন, আফগানির এমন সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বর্তমান তালিবান সরকারের নেওয়া কিছু পদক্ষেপ। সম্প্রতি দেশটির স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করা হয়।

দেশটিতে অনলাইনভিত্তিক ব্যবসা-বাণিজ্যও অবৈধ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি রেমিট্যান্স বাড়াতেও নানা উদ্যোগ গ্রহণ করা হয়। আছে বিদেশি সাহায্যও। সব মিলিয়ে চলতি বছর আফগানির দর বেড়েছে ১৪ শতাংশ পর্যন্ত, যেখানে দক্ষিণ এশিয়ার বেশির ভাগ দেশের মুদ্রায় পতন দেখা গেছে।

আফগানির মূল্য বৃদ্ধির পেছনে দেশটির প্রাকৃতিক সম্পদও ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আফগানিস্তানে আনুমানিক ৩ ট্রিলিয়ন ডলারের লিথিয়াম মজুত রয়েছে।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আফগানিস্তানের মুদ্রার এই মূল্য বৃদ্ধি স্বল্পমেয়াদি। কারণ, দেশটির পরিস্থিতি মোটেও ভালো নয়। সেখানে এখনো অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নেই। চার কোটি জনসংখ্যার এই দেশটিতে প্রায় সাড়ে তিন কোটি মানুষই এখনো দারিদ্র্যের মধ্যে রয়েছে।

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ নিয়ে সতর্ক বিশ্বনেতারা, জাতিসংঘ দুর্বল হওয়ার শঙ্কা

যুক্তরাষ্ট্রের চাপে ইরানের চাবাহার বন্দর ছাড়লে ভারতের ক্ষতি কতটা

ট্রাম্পের ‘শান্তি পরিষদ’ কি জাতিসংঘের বিকল্প হতে যাচ্ছে

মুসলিম বিশ্বের ন্যাটো: আরব দুনিয়ায় সামরিক প্রভাব কতটা বাড়াতে পারবে পাকিস্তান

ইরানে খামেনির পতন যে কারণে ভারতের জন্য ক্ষতিকর

কর্তৃত্ববাদী শাসনের পতন অনিবার্য, কিন্তু ইরান কেন আলাদা

বাহ্যিক চাপ ও অভ্যন্তরীণ দুর্বলতার পরও ইরানের বর্তমান রেজিম যেভাবে টিকে আছে

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

যেভাবে এবং যেসব কারণে আন্দোলনকে পুঁজি করে ইরানকে ভাঙতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের বিক্ষোভে কোন পক্ষে তুরস্ক, কী চায় তারা