হোম > বিশ্লেষণ

যেভাবে শ্রীলঙ্কায় বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল 

বিক্ষোভে বর্তমানে শ্রীলঙ্কা টালমাটাল। বিক্ষোভকারীরা এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভের মুখে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আগুন লেগেছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও, সরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছেছে। শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই। এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় বিক্ষোভের শুরু থেকে সংকটের চূড়ান্ত রূপ নেওয়ার ক্রম: 

৩১ মার্চ, ২০২২: অর্থনৈতিক অবস্থা সঙিন হতে থাকায় রাজাপক্ষেদের ব্যক্তিগত বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে তারা। 

৩ এপ্রিল: মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করে দেন রাজাপক্ষে। ওই মন্ত্রিসভায় গোতাবায়ার ছোট ভাই বাসিল রাজাপক্ষেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন বাসিল। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হলেও প্রধানমন্ত্রী পদ আঁকড়ে ছিলেন মাহিন্দা রাজাপক্ষে। 

৯ এপ্রিল: বিক্ষোভ ধীরে ধীরে চরম আকার নিতে থাকে। সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা এ সময় থেকে অবস্থান নিতে শুরু করে। তারা দাবি তোলে রাজনৈতিক সংস্কার আনার। সেই সঙ্গে ছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও। 

৯ মে: সরকার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ধীরে ধীরে এই সংঘাত রাজধানী থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সারা দেশে হওয়া সহিংসতায় ৯ জনের মৃত্যু হয়, আহত হয় তিন শতাধিক মানুষ। 

৯ জুলাই: ফের বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভে ফেটে পড়ে তারা। একপর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে তারা। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা নিরস্ত হয়নি। তারা সেখানে ভাঙচুর চালায়। প্রেসিডেন্ট গোতাবায়া অবশেষে দেশটির পার্লামেন্টের স্পিকারকে জানান, তিনি ১৩ জুলাই ক্ষমতা থেকে সরে যাবেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল বিক্রমাসিংহেও। 

তথ্যসূত্র: রয়টার্স

ইরানে খামেনির পতন যে কারণে ভারতের জন্য ক্ষতিকর

কর্তৃত্ববাদী শাসনের পতন অনিবার্য, কিন্তু ইরান কেন আলাদা

বাহ্যিক চাপ ও অভ্যন্তরীণ দুর্বলতার পরও ইরানের বর্তমান রেজিম যেভাবে টিকে আছে

ট্রাম্পের বেপরোয়া ক্ষমতায় ওলট-পালট বিশ্ব, বন্ধু থেকে শত্রু আতঙ্কিত সবাই

যেভাবে এবং যেসব কারণে আন্দোলনকে পুঁজি করে ইরানকে ভাঙতে চাইছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের বিক্ষোভে কোন পক্ষে তুরস্ক, কী চায় তারা

যুক্তরাষ্ট্রকে ভয় পাওয়ার ক্লাস নিচ্ছেন ট্রাম্প

ইরানে ব্যবসায়িক সিন্ডিকেট ও চোরাচালান রুট— দুটোই বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণে

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান: বাংলাদেশসহ অন্যান্য দেশের আগ্রহের কারণ কী