হোম > বিশ্লেষণ

যেভাবে শ্রীলঙ্কায় বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল 

বিক্ষোভে বর্তমানে শ্রীলঙ্কা টালমাটাল। বিক্ষোভকারীরা এরই মধ্যে দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভের মুখে পদত্যাগ করার ঘোষণাও দিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। আগুন লেগেছে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও, সরে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, চরম অর্থনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটিতে জ্বালানি, বিদ্যুৎ ও খাদ্যসংকট চরমে পৌঁছেছে। শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই। এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কায় বিক্ষোভের শুরু থেকে সংকটের চূড়ান্ত রূপ নেওয়ার ক্রম: 

৩১ মার্চ, ২০২২: অর্থনৈতিক অবস্থা সঙিন হতে থাকায় রাজাপক্ষেদের ব্যক্তিগত বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনও করে তারা। 

৩ এপ্রিল: মন্ত্রিসভা বিলুপ্ত ঘোষণা করে দেন রাজাপক্ষে। ওই মন্ত্রিসভায় গোতাবায়ার ছোট ভাই বাসিল রাজাপক্ষেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অর্থমন্ত্রী ছিলেন বাসিল। তবে মন্ত্রিসভা বিলুপ্ত হলেও প্রধানমন্ত্রী পদ আঁকড়ে ছিলেন মাহিন্দা রাজাপক্ষে। 

৯ এপ্রিল: বিক্ষোভ ধীরে ধীরে চরম আকার নিতে থাকে। সরকারি কার্যালয়ের সামনে বিক্ষোভকারীরা এ সময় থেকে অবস্থান নিতে শুরু করে। তারা দাবি তোলে রাজনৈতিক সংস্কার আনার। সেই সঙ্গে ছিল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিও। 

৯ মে: সরকার সমর্থক ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। ধীরে ধীরে এই সংঘাত রাজধানী থেকে দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। একপর্যায়ে পদত্যাগ করেন মাহিন্দা রাজাপক্ষে। সারা দেশে হওয়া সহিংসতায় ৯ জনের মৃত্যু হয়, আহত হয় তিন শতাধিক মানুষ। 

৯ জুলাই: ফের বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। বিক্ষোভে ফেটে পড়ে তারা। একপর্যায়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করে তারা। বিক্ষোভের মুখে প্রাসাদ ছেড়ে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। এতে বিক্ষোভকারীরা নিরস্ত হয়নি। তারা সেখানে ভাঙচুর চালায়। প্রেসিডেন্ট গোতাবায়া অবশেষে দেশটির পার্লামেন্টের স্পিকারকে জানান, তিনি ১৩ জুলাই ক্ষমতা থেকে সরে যাবেন। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রনিল বিক্রমাসিংহেও। 

তথ্যসূত্র: রয়টার্স

ডার্ক ফ্লিট: নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চলে ইরান ও ভেনেজুয়েলার তেল পাচার

এআই চাকরি কেড়ে নিচ্ছে আমেরিকায়, কিন্তু নিয়োগ বাড়াচ্ছে ভারতে—কীভাবে

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল এশিয়ার জন্য চ্যালেঞ্জ না সম্ভাবনা

শত বছর আগে জাপানের কাছে হারের বদলা চান সি চিন পিং!

কোন দেশে সম্পদ ও আয়ের বৈষম্য সর্বাধিক, বাংলাদেশের চিত্র কেমন

যুদ্ধক্ষেত্রে কতটা দক্ষ ইতালির জঙ্গি বিমান ইউরোফাইটার টাইফুন

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত থামেনি, ট্রাম্প ‘থামিয়েছেন’ দাবি করা অন্য যুদ্ধগুলোর কী অবস্থা

তুরস্কের গোয়েন্দা সহায়তায় যেভাবে ‘দামেস্কের আমির’ হলেন আল–শারা

রাশিয়ার জব্দ সম্পদ ইউক্রেনকে দেওয়ার প্রশ্নে যে সংকট সামনে এল

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার করতে চান মামদানি, কিন্তু কীভাবে