হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় ২ আসামির ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক হত্যা মামলায় দুই আসামিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালে চান্দিনা জরুন্ডা গ্রামে ১১ বছরের কিশোর মাসুদকে মাহফিল থেকে আসামি রবিউল ডেকে নিয়ে আলুখেতে ধর্ষণ করে। ওই কিশোর বিষয়টি বাসায় জানাবে বললে মাসুদের লুঙ্গি ছিঁড়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। 

অপর দিকে ২০০৯ সালের অপর মামলায় চান্দিনায় মুজিবুর রহমানের বাড়িতে কয়েকজন ডাকাত ঢোকে। বাড়ির একজন ডাকাতদের দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে মুজিবুর ডাকাত দলের সদস্য জলিলকে ধরে ফেললে তিনি তাঁকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই মুজিবুর মারা যান। 

মামলার সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম জানান, ২০১৫ সালের মামলায় ১৭ জন সাক্ষী এবং ২০০৯ সালের মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় দেন। শুনানির সময় আসামি রবিউল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি জলিল রায়ের সময় অনুপস্থিত ছিলেন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ