হোম > সারা দেশ > ঢাকা

মিরপুর থেকে নিখোঁজ ৪ বান্ধবীর খোঁজ মিলেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাফরুল থানার মিরপুর ১৩ নম্বর এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ চার বান্ধবী তিন দিন পর বাসায় ফিরেছে। চার বান্ধবীর একজন স্কুল শিক্ষার্থী ও তিনজন মাদ্রাসায় পড়াশোনা করে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান আজকের পত্রিকাকে তাদের বাসায় ফেরার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ১১টার দিকে বাসায় ফিরে তারা।

থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের সঙ্গে ঝামেলা হওয়ায় তারা পরিকল্পনা করে বাড়ি ছাড়ে। তাদের বন্ধুত্বে বাধা দেওয়ার কারণেই এই পরিকল্পনা ছিল। এরপর ঢাকা থেকে খুলনায় যায়। সেখানে একটি আবাসিক হোটেলে ছিল তারা। পরে টাকা শেষ হয়ে যাওয়ায় বাসায় ফেরে।

চার বান্ধবীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে তারা খুলনায় চলে যায়। সেখানে একটি হোটেলে থাকে তারা। পরে টাকা শেষ হয়ে গেলে আবার ফেরত আসে। পারিবারিক ঝামেলা ছাড়া আমরা আর কিছু পাইনি। তাই মেয়েদের পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছি।’ 

এক অভিভাবক বলেন, ‘মেয়েরা সুস্থভাবে বাসায় এসেছে—এটাই আমাদের অনেক বড় পাওয়া। আমরা তাদের কাছে জানতেও চাইনি কী করেছে তারা। মেয়েরা বলেছে খুলনা গিয়েছিল, এটুকুই। তবে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ ভালো বলতে পারবে।’

এর আগে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসা ও স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি ওই চার শিক্ষার্থী। মঙ্গলবার রাতে এ ঘটনায় চার শিক্ষার্থীর অভিভাবকেরা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ