হোম > খেলা > ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে বড় লাফ শান্ত-লিটন-মোস্তাফিজের 

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোস্তাফিজুর রহমানরা।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজসেরা হয়েছেন শান্ত। সিরিজ সর্বোচ্চ ১৪৪ রান করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজে শান্তর গড় ১৪৪ ও স্ট্রাইক রেট ১২৭.৪৩। যার মধ্যে প্রথম টি-টোয়েন্টিতে ৩০ বলে ৫১ রান করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন শান্ত। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন লিটন দাসও। ৯ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন লিটন। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৫৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের এই ওপেনার।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। ১৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন ফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৫.৫৮ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের

বিপিএল শুরুর আগমুহূর্তে বিধ্বংসী ওপেনারকে দলে নিল নোয়াখালী

অধিনায়কের নাম জানাল রাজশাহী ওয়ারিয়র্স

অলরাউন্ড নৈপুণ্যে রশিদ-হেলসের পাশে সাকিব

রেকর্ড গড়া জয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন