হোম > বিনোদন > বলিউড

সূর্য সব সময়ে একা, কিন্তু এর ঔজ্জ্বল্য কখনো কমে না: শাহরুখ

শাহরুখ খানের নামের পাশে বলিউড বাদশাহ তকমা। বাদশাহ এর বাদশাহি ফুরিয়ে গেছে বলে নিন্দুকেরা মন্তব্য করেছেন। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন। চার বছরের হিসেব মিটিয়ে দিয়েছেন চার দিনেই। তিনি উত্তর দিয়েছেন সব প্রশ্নের, সব সমালোচনার। সব উত্তর দিয়েছে তাঁর ছবি ‘পাঠান’। সিনেমাটির সাফল্যের পর বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন ভক্তদের। মান্নাতের বারান্দায় ভালোবাসা ও কৃতজ্ঞতা বিলিয়েছেন বাদশাহ। এবার দর্শকদের ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শাহরুখ। রৌদ্রোজ্জ্বল একটি ছবি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সূর্য সব সময়ে একা, কিন্তু এর ঔজ্জ্বল্য কখনো কমে না। “পাঠান”-কে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।’

মুক্তির প্রথম দিন সিনেমা হল খোলার কয়েক ঘণ্টা আগে থেকেই লম্বা লাইন। ব্ল্যাকেও মেলেনি টিকিট, এরপর বাকিটা ইতিহাস। গত ১৫ দিনে পাঠানের ক্রেজ এক দিনের জন্যও কমেনি। সারা বিশ্বে এখন পর্যন্ত ৮৫০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবি। ভেঙেছে একাধিক রেকর্ড, গড়েছেও বেশ কিছু নতুন মাইলফলক। অ্যাডভান্স টিকিট বিক্রির রেকর্ড থেকে, প্রথম দিনের আয়, প্রথম সপ্তাহের আয়ে রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। হিন্দি ছবির ইতিহাসের পাতায় নাম তুলে চলতি বছরে বিশ্বের সেরা পাঁচটি সিনেমার মধ্যে অন্যতম হওয়ার খেতাবও অর্জন করেছে।

বয়কট থেকে শাহরুখ খানকে পুড়িয়ে মারা, এ ছাড়া সিনেমা হলে হামলা হয়েছে বেশ কিছু জায়গায়। এরপরেও পাঠানের জয়রথ কেউ থামাতে পারেনি। কেন তিনি বলিউড বাদশাহ তার প্রমাণ দিয়েছেন তিনি। শত সমালোচনায় নীরব থেকেছেন। পর্দায় দিয়েছেন সব উত্তর। 

গত ২৫ জানুয়ারি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান বিশ্বজুড়ে ৮ হাজার স্ক্রিনে একযোগে মুক্তি পায়। পাঠানে শাহরুখ ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া প্রমুখ। একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউড ভাইজান সালমান খান।

দেখা হলো শাহরুখ-মেসির, সঙ্গে ছিল খানপুত্র আব্রাম

পাকিস্তান-বিরোধী থিম: মধ্যপ্রাচ্যে নিষিদ্ধ হলো বলিউডের ‘ধুরন্ধর’

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

লন্ডনে উন্মোচিত হলো শাহরুখ-কাজলের ভাস্কর্য

নাসিরুদ্দিন শাহের সঙ্গে দ্বন্দ্ব মিটল অনুপম খেরের

সিনেমা প্রযোজনা করবেন পঙ্কজ

নতুন সিনেমা নিয়ে আইনি জটিলতায় রণবীর

৩৩৫ কোটি রুপির সাম্রাজ্য রেখে গেলেন ধর্মেন্দ্র

৭০ বছরের বন্ধুত্ব, বন্ধুর জন্মদিনেই চিরবিদায় নিলেন ধর্মেন্দ্র

রোমান্টিক থেকে অ্যাকশন হিরো