হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগের অভিযোগের সিদ্ধান্তে অবাক ম্যান সিটি 

আর্থিক অসঙ্গতির দায়ে ম্যানচেস্টার সিটিকে অভিযুক্ত করল ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অবাক হয়েছে ম্যান সিটি কর্তৃপক্ষ। 

একটি স্বাধীন কমিশন চার বছরের তদন্ত শেষে সিটিজেনদের শতাধিক অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে এক বিবৃতিতে ম্যান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়ার লিগের নিয়ম ভাঙার যে অভিযোগ করা হয়েছে, তাতে ম্যানচেস্টার সিটি অবাক হয়েছে। বিশেষ করে ইপিএল আর্থিক অসঙ্গতির ব্যাপারে যে অভিযোগ করেছে। এই বিষয়ে একটি স্বাধীন কমিশনের রিভিউকে ক্লাব স্বাগত জানাচ্ছে। আমরা ব্যাপারটি খতিয়ে দেখছি। 

আবুধাবির সিটি ফুটবল গ্রুপ ২০০৮ সালে ম্যানচেস্টার সিটির মালিকানা কিনে নেয়। যেখানে সিটি ফুটবল গ্রুপের মালিক শেখ মানসুর। গত ১৫ বছরের ইতিহাসে আর্থিক ব্যাপারে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে অভিযুক্ত করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি যে নিয়ম ভেঙেছে, তা উয়েফার নীতিমালা ভঙ্গের সঙ্গে জড়িত। যার মধ্যে ২০১৩-১৪ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমের ফিনান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙা এবং ২০১৫-১৬ মৌসুম থেকে ২০১৭-১৮ মৌসুমে প্রিমিয়ার লিগের আর্থিক লাভ এবং দীর্ঘস্থায়িত্বের নিয়ম ভাঙার অভিযোগ রয়েছে।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি