হোম > খেলা > ফুটবল

ফুটবলার নাজমুল যাবেন ব্রাজিলে, আনন্দে কাঁদলেন মা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রওনা দেওয়ার আগে গোছগাছ নিয়ে এখন ব্যস্ত নাজমুল আকন্দ। ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে যাওয়া তাঁর কাছে এখন সময়ের ব্যাপার মাত্র। ব্রাজিলিয়ান ভিসা পাওয়ার পরও আর্থিক সমস্যায় অনিশ্চয়তায় ভুগছিলেন মোহামেডানের এই ডিফেন্ডার। সরকারি সহায়তায় অবশেষে স্বস্তি এসেছে নাজমুলের।

অনেক বাধাবিপত্তি পেরিয়ে গত বছর নাজমুলকে ক্লাবে ট্রায়ালের আমন্ত্রণপত্র পাঠিয়েছিল ব্রাজিলের সাও পাওলোর দল সালতো এফসি। আমন্ত্রণপত্র পেলেও নাজমুলের সামনে প্রথম বাধা ছিল ব্রাজিলের ভিসা পাওয়া। ফুটবল ফেডারেশনের সহায়তায় ভিসা জটিলতা দূর হলেও সমস্যা ছিল ব্রাজিলে ভ্রমণের ভাড়া নিয়ে। সেই জটিলতাও দূর হয়েছে তাঁর।

নাজমুলের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সাও পাওলো যেতে নাজমুলের বিমানভাড়ায় খরচ পড়ত প্রায় ২ লাখ টাকা। বিমানভাড়াসহ নাজমুলের হাতে আজ ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। কাটা হয়ে গেছে বিমানের টিকিটও। সব ঠিক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি ব্রাজিলের বিমানে চড়বেন ২০১৯ সালে ব্রাজিলে এক মাস অনুশীলন করে আসা নাজমুল।

নাজমুলের এই  সুখবরে আনন্দে কেঁদেছেন তাঁর মা। নিজের স্বপ্ন পূরণ হওয়ায় বাফুফে ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রংপুর থেকে উঠে আসা তরুণ এই ডিফেন্ডার। নাজমুল বললেন, ‘এখনো ঘোরের মধ্যেই আছি। এই খবর শুনে আমার মা অনেক কেঁদেছেন। ব্রাজিলে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চাই। সেখানে প্রমাণ করতে চাই নিজেকে। নিজের সেরাটা দিলে আশা করি সালতোর মূল দলেও খেলতে পারব।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা