হোম > নারী > আইনি পরামর্শ

সম্পত্তি বিষয়ে ভাইদের সঙ্গে আপস ভালো

ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন

প্রশ্ন: বাবা মারা যাওয়ার পর ২০১৯ সাল থেকে আমরা চার ভাইবোন মিলে ব্যবসা দেখাশোনা শুরু করি। হঠাৎ মারা যাওয়ায় তিনি ব্যবসা বা অন্যান্য সম্পত্তি ভাগাভাগি করে দিয়ে যেতে পারেননি। প্রথম দিকে ভাইয়েরা আমাকে ব্যবসা সামলাতে দিয়ে নিজেদের কাজ করতে থাকে। ব্যবসা ঘুরে দাঁড়ানোর পর তারা এখন খাতা-কলমে নিজেদের ভাগ বুঝে নিতে চাইছে। আমি আমার ন্যায্য পাওনা পেতে চাই। আমি আসলে কতটুকু সম্পত্তি পাব? সম্পত্তি আমার বাবার নামেই আছে। ব্যবসা আমার মায়ের নামে।

তিনিও গত মাসে মারা গেছেন। আমি বুঝতে চাইছি, ভাগাভাগির ক্ষেত্রে হিসাবটা কেমন হবে? ব্যবসাটা আমার নিজের হাতে দাঁড় করানো। এখান থেকে কি সবাই সমান বেনিফিট পাবে? 

উত্তর: আপনার বাবা মারা যাওয়ার পর মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী তাঁর সম্পত্তি থেকে ৮ ভাগের ১ অংশ পাবেন আপনার মা। বাকি সম্পত্তি থেকে প্রত্যেক ভাই যা পাবেন, তাঁর অর্ধেক পাবেন আপনি। মা মারা যাওয়ার পর তাঁর স্থাবর সম্পত্তিও একই নিয়মে ভাগাভাগি হবে। ব্যবসাটা আপনার মায়ের নামে ছিল। কিন্তু আপনি এতে অনেক শ্রম দিয়েছেন। আপনার মা এ কারণে যদি আপনাকে আলাদা করে কিছু লিখে দিয়ে না থাকেন, সে ক্ষেত্রে আপনার ভাইদের সঙ্গে আপস-মীমাংসা করে নেওয়া ভালো।

আপনার ভাইদেরও উচিত হবে বিষয়টি বিবেচনায় নেওয়া এবং আপনাকে আপনার প্রাপ্য অংশ, আপনার শ্রমের জন্য ব্যবসার মূলধন ও মুনাফার একটি বিশেষ অংশ দেওয়া। না দিলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন। তবে মামলার খরচ ও অন্যান্য বিষয় বিবেচনায় ভাইদের সঙ্গে বসে মধ্যস্থতার পথ বেছে নেওয়াই ঠিক হবে। 

পরামর্শ দিয়েছেন,ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

জন্মনিবন্ধন করতে বাবার এনআইডি বা তথ্য বাধ্যতামূলক নয়

শ্বশুর-শাশুড়ি বা অন্য কেউ স্বামীর হয়ে তালাক দিতে পারেন না

মিথ্যা মামলার বিরুদ্ধে পাল্টা ফৌজদারি মামলা করা যায়

গণপরিবহনে হয়রানি, যেভাবে আইনি ব্যবস্থা নেবেন

কর্মস্থলে হয়রানি: আইনগত পদক্ষেপ নেবেন যেভাবে

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

হুমকিকে ভয় না পেয়ে আইনগত সহায়তা নিন

অপ্রাপ্তবয়স্ক সন্তানদের ভরণপোষণ বাবার দায়িত্ব