হোম > নারী

সফল সাংবাদিক আইরিন

ফিচার ডেস্ক

আইরিন কোরবালি কুন। ছবি: সংগৃহীত

আইরিন কোরবালি কুন ছিলেন একজন আমেরিকান সাংবাদিক ও রেডিওর অনুষ্ঠান প্রযোজক। পাঁচ মহাদেশে বিস্তৃত ছিল তাঁর কর্মক্ষেত্র। তিনি যুক্তরাষ্ট্রের অনেক লেখক ও শিল্পীর মতো প্যারিসে কাজ করতে গিয়েছিলেন ১৯২১ সালে। সেখানে তিনি শিকাগো ট্রিবিউনসহ অন্যান্য আমেরিকান সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহের কাজ শুরু করেন। কিছুদিন পর তিনি চীনে চলে যান সাংহাই থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদপত্র ‘ইভনিং স্টার’-এ কাজ করার জন্য। সেখানে তাঁর বার্থ কুনের সঙ্গে পরিচয় ও বিয়ে হয়।

১৯২৩ সালে ইভনিং স্টার তাদের নিজস্ব রেডিও স্টেশন চালু করলে কুন সেখানে সংবাদ পাঠানো শুরু করেন। এখানেই তাঁর কণ্ঠে প্রথমবারের মতো রেডিও অনুষ্ঠান প্রচার করা হয়।

১৯২৬ সালে বার্থ কুনের মৃত্যুর পর আইরিন তাঁর কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ‘দ্য ওয়ার্ল্ড টেলিগ্রাম’ পত্রিকায় যোগ দেন। ১৯৩০ সালের দিকে তিনি এমজিএম, প্যারামাউন্ট এবং ফক্সের মতো মুভি স্টুডিওর জন্য চিত্রনাট্য লিখে সাফল্য অর্জন করেন। ১৯৩৮ সালে ‘অ্যাসাইনড টু অ্যাডভেঞ্চার’ নামে লেখেন আত্মজীবনী।

আইরিন ১৯৩০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত এনবিসিতে কাজ করেন। ১৯৬০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ‘ইন মাই অপিনিয়ন’ নামের একটি কলাম প্রকাশ করেন। পরে তিনি তাঁর কন্যার সঙ্গে ‘দ্য কুনস’ নামক একটি ফিচার শো তৈরি করে রেডিও সম্প্রচারে ফিরে আসেন।

১৮৯৮ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া আইরিন কোরবালি কুন ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান।

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না