হোম > নারী

গাড়ির উইন্ডশিল্ড ওয়াইপার আবিষ্কারকের জন্মদিন আজ

আজ বরেণ্য দুজন নারীর জন্মদিন। তাঁদের একজন মেরি অ্যান্ডারসন, আরেকজন অ্যামি ট্যান। তাঁদের প্রতি শ্রদ্ধা।

ফিচার ডেস্ক

মেরি অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

অনেক আবিষ্কারের গোড়ার কথা আমরা জানি না। মনে করি, এগুলো তো ছিলই। কিন্তু না। সেসব আবিষ্কারের পেছনে ছিল মানুষের দীর্ঘদিনের পর্যবেক্ষণ এবং ধৈর্য ধরে কাজ করার গল্প।

গাড়ির সামনের কাচ পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় উইন্ডশিল্ড ওয়াইপার। জানেন, কে এর আবিষ্কারক? তাঁর নাম মেরি অ্যান্ডারসন। তিনিই সেই উদ্ভাবক, যিনি ১৯০৩ সালে উইন্ডশিল্ড ওয়াইপারের পেটেন্ট পান। উদ্ভাবনটি ১৯২২ সালে কেডিলাক গাড়ির নির্মাতাপ্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে গ্রহণ করে।

অ্যান্ডারসন লক্ষ করেছিলেন, স্ট্রিট কার ড্রাইভারদের অনেক সময় খারাপ আবহাওয়ায় দেখতে না পেরে জানালা খোলার প্রয়োজন পড়ত। কখনো কখনো কারটি থামিয়ে জানালা পরিষ্কার করতে হতো। মেরির উদ্ভাবনটি ছিল প্রথম কার্যকর উইন্ডশিল্ড পরিষ্কার করার যন্ত্র, যেটি গাড়ির জানালা পরিষ্কারের জন্য ব্যবহার করতে হয়েছিল। সে উদ্ভাবনটি ছিল একধরনের লিভার-নিয়ন্ত্রিত স্প্রিং-লোডেড আর্ম ও রাবার ব্লেড। এ আবিষ্কারের ফলে গাড়ির ড্রাইভাররা ঝুঁকি ছাড়া খারাপ আবহাওয়ায় উইন্ডশিল্ড পরিষ্কার করতে পারতেন। মেরি অ্যান্ডারসন তাঁর জীবদ্দশায় নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ এবং পরিচালনার পাশাপাশি একটি গবাদিপশুর খামার ও আঙুরবাগানও পরিচালনা করেছিলেন।

মেরির জন্ম ১৮৬৬ সালের ১৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের গ্রিন কাউন্টিতে। তিনি ১৯৫৩ সালের ২৭ জুন মারা যান। ২০১১ সালে তাঁকে উদ্ভাবকদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: ন্যাশনাল ইনভেন্টরস হল অব ফেম

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু

শুধু চিঠিতে তালাক লিখে দিলেই তালাক সম্পূর্ণ হয় না