হোম > নারী

বাসন ধোয়ার মুশকিল আসান

ফিচার ডেস্ক 

কাউকে দাওয়াত দিয়ে রান্নাবান্না করে খাওয়ানোর পর বাসন মাজতে গিয়ে সমস্যায় পড়েন অনেকে। এত বাসন মাজতে হবে বলে মাথায় হাত পড়ে। এখান থেকেই হয়তো একদিন ডিশওয়াশার তৈরির সূত্র পেয়েছিলেন জোসেফাইন কোচরান। না হলে কি আর ডিশওয়াশার তৈরিতে মন দিতেন তিনি?

শিকাগোর উদ্ভাবক জোসেফাইন ডিশওয়াশার আবিষ্কারের জন্য প্রত্যেক মানুষের; বিশেষ করে নারীদের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন। তবে জানিয়ে রাখা ভালো, জোসেফাইন আসলে কাপড় ধোয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন। কিন্তু কোনো এক কারণে সেটিতে তিনি সফল হতে পারেননি। এরপর তিনি ডিশওয়াশার মেশিনের একটি প্রোটোটাইপ ডিজাইন করেন। শুধু তা-ই নয়, ইলিনয়ের শেলবিভিলে নিজ বাড়িতে জোসেফাইন এর প্রথম মডেলটির নকশা করেছিলেন। ১৮৮৬ সালের ২৮ ডিসেম্বর এটির পেটেন্ট পান তিনি।

তবে পঞ্চাশের দশক পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডিশওয়াশার জনপ্রিয়তা পায়নি। প্রথম দিকে শুধু বড় বড় হোটেল আর রেস্তোরাঁতেই এর জায়গা হয়। তিনি এই ডিশওয়াশার তৈরির জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, যা শেষ পর্যন্ত কিচেনএইডে পরিণত হয়। ১৮৩৯ সালের ৮ মার্চ ওহাইওর অশতাবুলা কাউন্টিতে জন্ম নেওয়া এই নারী উদ্ভাবক ১৯১৩ সালের ৩ আগস্ট শিকাগোর ইলিনয়ে মারা যান। 
সূত্র: ক্ল্যাসিক শিকাগো ম্যাগাজিন

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার