বয়নশিল্পের নিরিখে টাঙ্গাইলের সুনাম আছে দেশব্যাপী। এখানকার শাড়ির খ্যাতি সে কথাই জানান দেয়। তবে এখন আর শুধু শাড়িই নয়, টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় নারীরা সূচিকর্ম করে সুনামের সঙ্গে জীবিকা নির্বাহ করছেন।
নারীদের এমনই কর্ম প্রচেষ্টার দেখা মিলবে টাঙ্গাইলের সখীপুরে গেলে। শখের বশে নয়; জীবনের তাগিদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নারীরা বিভিন্ন ধরনের হাতের কাজ করছেন। সখীপুর পৌরসভার কোনো কোনো বাড়িতে এককভাবে আবার কোথাও দল বেঁধে নারীরা রঙিন সুতা ও পুঁতি দিয়ে থ্রি-পিস কিংবা শাড়িতে নকশা করছেন, জামাকাপড় তৈরি ও বিভিন্ন ধরনের শো-পিস তৈরি করছেন। এসব পণ্য কেউ বাড়ির ছোট্ট দোকানে আবার কেউ কেউ অনলাইনেও বিক্রি করছেন।
নারীদের এভাবে উৎপাদনমুখী করার পেছনে ভূমিকা রেখেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নারীদের জন্য ইনকাম জেনারেটিং অ্যাকটিভিটিস বা আইজিএ প্রকল্প। এই প্রকল্পের আওতায় উপজেলার ৮৫০ জন নারী প্রশিক্ষণ নিয়েছেন। ফ্যাশন ডিজাইন ও ক্রিস্টাল শো-পিস এই দুই ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে ১২ হাজার টাকা করে প্রণোদনা দেওয়া হয়। যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা এখন নিজ নিজ বাড়িতে নকশিকাঁথা সেলাই, বুটিক, হ্যান্ড পেইন্ট ও মোমবাতি তৈরির কাজ করছেন। এগুলো সমন্বয় করে ক্ষুদ্র উদ্যোক্তাও হয়েছেন অনেক নারী। আবার কেউ কেউ নিজ উদ্যোগে গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন।
করা অর্থে।
সখীপুর পৌরসভার মন্দিরপাড়া এলাকার রাশেদা আক্তার ও সবিতা রানীও প্রশিক্ষণ নিয়েছেন আইজিএ প্রকল্পের অধীনে। তাঁরাও এখন মেয়েদের কামিজ, সালোয়ার, বিভিন্ন ধরনের ওয়াল হ্যাংগিং, ছবি, ভ্যানিটি ব্যাগ ও শো-পিস তৈরি করছেন। এতে মাসে তাঁদের আয় আট থেকে নয় হাজার টাকা। এই প্রকল্পের প্রশিক্ষণ শেষে ক্ষুদ্র নারী উদ্যোক্তা হয়েছেন ফারহানা হক শান্তা ও প্রিয়াঙ্কা। তাঁরা শিশুদের জন্য ব্লক, বুটিকের আকর্ষণীয় পোশাক তৈরি করছেন।