অনেক সময় নারীরা কিছু কথা বলতে পারেন না সামাজিক লজ্জা বা ভয়ে। বিপদের মুখে একা লড়াই করে টিকে থাকা কঠিন হয় তাঁদের জন্য। এ ধরনের সমস্যা সমাধান করতে প্লে স্টোরে রয়েছে এমন কিছু অ্যাপ, যেগুলো করতে পারে অনেক সমস্যার সমাধান।
স্বাস্থ্যবিষয়ক পরামর্শের জন্য রয়েছে ‘মায়া আপা’ অ্যাপটি। এতে নারীর ঋতুচক্র, গর্ভধারণ, মুড সুইংসহ বিভিন্ন বিষয়ে সেবা দেওয়া হয়। গর্ভধারণের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি সপ্তাহের অগ্রগতি জানা, শিশু কতটা বড় হয়েছে, সে ছবির থ্রিডি মডেলে দেখা যায় এই অ্যাপে। বিভিন্ন প্রবন্ধ পড়ে স্বাস্থ্যবিষয়ক টিপস, প্রেগন্যান্সির লক্ষণ এবং পুষ্টিকর খাবার সম্পর্কে জানা যায়। এ ছাড়াও রয়েছে বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ, দুগ্ধপান বিষয়ে তথ্য। অ্যাপটিতে পরিচয় গোপন রেখে বিশ্বের যেকোনো প্রান্তের নারীরা নিজেদের সমস্যা জানিয়ে প্রশ্ন করতে পারেন।