হোম > নারী

বেড়েছে ধর্ষণ ও হত্যার ঘটনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ২৭৩ জন নারী ও কন্যাশিশু। গত জুলাই মাসে এই সংখ্যা ছিল ২৯৮। তবে খালি চোখে এ সংখ্যা কিছুটা কম মনে হলেও উদ্বেগজনক। নির্যাতনের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণ ও হত্যার ঘটনা।

বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে উঠে এসেছে ধর্ষণ, হত্যা, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ অথবা আত্মহত্যায় প্ররোচনার মতো ৩৫ ধরনের নির্যাতনের ঘটনা। আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার হয়েছেন ৬১ জন।

তাঁদের মধ্যে ১০ জন ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। ধর্ষণ এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৫১ জন। জুলাই মাসে ধর্ষণের শিকার হয়েছেন ৪১ কন্যাশিশুসহ ৬০ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৬ জন। এ ছাড়া ৬ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

আগস্ট মাসে আত্মহত্যা করেছেন ২৮ জন। তাঁদের মধ্যে ১৩টি শিশু ও ১৫ জন নারী। বিভিন্নভাবে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ২২ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ২৩ জনের। তাঁদের মধ্যে ৮টি কন্যাশিশু ও ১৫ জন নারী।

সারা দেশে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৭ জনকে। একই কারণে নির্যাতিত হয়েছেন ৮ জন। জুলাই মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন, উত্ত্যক্তের শিকার ৭ এবং অ্যাসিডদগ্ধ হয়েছেন ২ জন।

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি