হোম > ল–র–ব–য–হ

সুপারশপে চুরি করে ধরা পড়লেন টিকটক ইনফ্লুয়েন্সার

২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজের ৩ লাখ ফলোয়ার রয়েছে। ছবি: এক্স

অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ভিডিও ব্লগার প্রায়শই পণ্যের রিভিউ করেন। নিজেদের পণ্য অথবা ব্র্যান্ডের পণ্যের পেইড রিভিউ দেন তাঁরা। আবার কখনো উপহারের বিনিময়েও পণ্যের রিভিউ দেন এই ইনফ্লুয়েন্সাররা। কিন্তু এই ইনফ্লুয়েন্সার সুপারশপ থেকে জিনিসপত্র চুরি করেছেন। আবার কেনাকাটার নামে চুরির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন!

সুপারশপ থেকে চুরি করা পণ্যের ভিডিও টিকটকে শেয়ার করার পর গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার মার্লিনা ভেলেজ। টিকটকে তাঁর ৩ লাখ ফলোয়ার রয়েছে।

ফোর্ট মায়ার্স নিউজ-প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ অক্টোবর কেপ কোরাল শহরে আমেরিকার খুচরা পণ্য বিক্রয় প্রতিষ্ঠান টার্গেটের একটি স্টোর থেকে ৫০০ ডলার মূল্যের ১৬টি গৃহস্থালি পণ্য ও পোশাক চুরি করেন মার্লিনা। এই ঘটনাকে ‘ছোটখাটো চুরি’ বলা হলেও ৫০০ ডলার অর্থমূল্যের কারণে বিষয়টি আইনি প্রক্রিয়া পর্যন্ত গড়িয়েছে।

কেপ কোরাল পুলিশ বিভাগ জানায়, এক নারীকে সেলফ–চেকআউটে পণ্যগুলোকে কম মূল্যের ফেইক বারকোড স্ক্যান করতে দেখে টার্গেটের লস প্রিভেনশন টিম। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন নারীর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে এক ব্যবহারকারী তাঁর পুরো নাম, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ও জন্ম তারিখ সরবরাহ করেন।

ওই দিনই টিকটক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মার্লিনা। ভিডিওতে দেখা যায়, তিনি দৈনন্দিন কর্মকাণ্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, টার্গেট স্টোরে কেনাকাটা শেষে কিছু পণ্য গাড়িতে তুলছেন এই ইনফ্লুয়েন্সার।

তদন্তকারীরা ঘটনার সত্যতা পেয়ে গত বৃহস্পতিবার রাতে মার্লিনাকে গ্রেপ্তার করে। অবশ্য পরে ১৫০ ডলার নগদ বন্ডের বিনিময়ে জামিনে মুক্তি পান তিনি। আগামী ১০ ডিসেম্বর শুনানির জন্য আদালতে হাজির হতে হবে তাঁকে।

কেপ কোরাল পুলিশ বিভাগের মুখপাত্র রাইলি কার্টার বলেন, ওই ইনফ্লুয়েন্সার নিজেই নিজের বিরুদ্ধে প্রমাণ তৈরি করেছিলেন। সোশ্যাল মিডিয়া থেকে আমরা সন্দেহভাজনের সূত্র খুঁজে পেয়ে তাঁকে গ্রেপ্তার করতে পেরেছি। মার্লিনাকে গ্রেপ্তারের পর জানা গেছে, তিনি এর আগেও এ ধরনের কাজ করেছেন।

পণ্য চুরি করা এবং সেসব নিয়ে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্লিনা ভেলেজ।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী