হোম > ল–র–ব–য–হ

দেড় বছর পর ২০১ টাকা ফেরত

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই অবাক করা কর্মকাণ্ড নজরে আসে। সম্প্রতি একটি ঘটনায় একটু বেশিই অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এই নিষ্ঠুর পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে।

অন্যের বিপদে অনেকেই এগিয়ে আসে। আবার প্রতিদানও মিলে থাকে। তবে কাউকে আর্থিক সাহায্য বা দান করে তা ফেরতের আশা কেউই করে না, বিশেষ করে যদি অঙ্কটি হয় খুব সামান্য। কিন্তু সেই সামান্য সহায়তাই ফেরত পাওয়ার অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতে।

কমল সিং নামের এক ব্যক্তি লিঙ্কডইনে অন্যরকম প্রাপ্তির এই ঘটনা শেয়ার করেছেন। তিনি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে অর্থ ফেরত পেয়ে কীভাবে বিস্মিত হয়েছিলেন সে বর্ণনা দিয়েছেন।

কমল সিং জানান, সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাপ থেকে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে ২০১ রুপি পেয়েছেন তিনি। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তহবিল সংগ্রহের আবেদন দেখে সামান্য সাহায্য হিসাবে লোকটিকে অর্থ পাঠিয়েছিলেন কমল। 

পোস্টের সঙ্গে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন। এতে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথন রয়েছে। তিনি লিখেছেন, ‘আপনার মা কেমন আছেন?’ । উত্তরে ওই ব্যক্তি লিখেছেন, ‘সে ভালো আছে এবং আমার ব্যবসাও ভালো চলছে। বিপদের সময় মানুষের কাছ থেকে নেওয়া সব টাকা ফেরত দিচ্ছি আমি।’ 

শেয়ার করার পর থেকে পোস্টটি ১ লাখেরও বেশি লাইক, শত শত শেয়ার এবং অসংখ্য ব্যবহারকারীর হৃদয়গ্রাহী মন্তব্যে ভরে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প ছিল। আরেকজন লিখেছেন, মানবতা এখনো বেঁচে আছে।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী