হোম > ল–র–ব–য–হ

সাড়ে আট ইঞ্চি কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের চেষ্টা

সাড়ে আট ইঞ্চি লম্বা কাঁচি মলদ্বারে নিয়ে কারাগারে পাচারের সময় ধরা পড়েছেন এক ব্যক্তি। তবে কী উদ্দেশ্যে তিনি এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, তা জানায়নি কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের লা পোর্ট কাউন্টি কারাগারে এ ঘটনা ঘটেছে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

কারাগারের সহকারী কমান্ডার লেফটেন্যান্ট জেফ হল্ট জানানা, গত বুধবার রুটিন তল্লাশির সময় ওই ব্যক্তির শরীরের বিশেষ জায়গায় কোনো বস্তু রয়েছে বলে সন্দেহ হয়। কিন্তু তিনি দেহ তল্লাশি করতে অসহযোগিতা করেন। পরে অবশ্য একান্ত অনিচ্ছায় ইলেকট্রনিক বডি স্ক্যান করতে রাজি হন তিনি। তখন তাঁর মলদ্বারে কাঁচিটি আবিষ্কৃত হয়। 

কারাগারের একজন মুখপাত্র বলেন, কাঁচিটি আবিষ্কৃত হওয়ার কিছু সময় পরে কোনো অঘটন ছাড়াই তাঁর শরীর থেকে কাঁচিটি অপসারণ করা হয়েছে। 

লা পোর্ট কাউন্টি শেরিফের অফিস থেকে ক্যাপ্টেন ডেরেক জে অ্যালেন বলেন, ব্যক্তিটি কারাগারের ভেতর কোনো বিপজ্জনক ঘটনা ঘটাতে পারতেন। কিন্তু লেফটেন্যান্ট হল্ট প্রশিক্ষণ ও অভিজ্ঞতার কারণে অঘটন প্রতিহত করা গেছে। এ জন্য তিনি অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য। 

তবে কী কারণে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। 

লা পোর্ট কাউন্টি কারাগারের কর্মকর্তারা বলেন, ২০১৭ সালে প্রথমবারের মতো কারাগারে ফুল-বডি স্ক্যানার ব্যবহার শুরু হয়। এরপর থেকে এ স্ক্যানারের মাধ্যমে অপরাধীদের শরীরের বিভিন্ন গোপন জায়গা থেকে ট্যাটু করার সরঞ্জাম, ওষুধ ও প্যারাফারনালিয়াসহ আরও অনেক ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া