‘দম্পতি হিসেবে সামনে এগোনে আর সম্ভব বলে আর বিশ্বাস করতে পারছি না’– এইটুকু বলেই বিচ্ছেদ! বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটস আর মেলিন্ডার বিবাহ বিচ্ছেদের জন্য এতোটুকু কারণ দর্শানোই যথেষ্ট মনে করছেন না বাংলাদেশের ডিভোর্স বিশেষজ্ঞরা। তাঁদের দৃঢ় বিশ্বাস, এর পেছনে কারণ আছে আরও। বিশ্বের শীর্ষ সফটওয়্যার কোম্পানির মালিক হওয়ায় গণমাধ্যমের চুপ থাকা নিয়েও তাঁরা মহা ক্ষ্যাপা। যে সাংবাদিকরা লিখেছেন তাঁদের ‘চাকরি থাকবে না’ বলে যে সমবেদনা নেই তাও নয়। তবে ‘ভাসুরের’ নাম যে জানা গেল, তাই বা কম কী! মহা ক্ষমতাধর ফেসবুকে পোস্ট, কমেন্টের সমারোহে এ বিচ্ছেদের চাঞ্চল্যকর সব কারণ বিশ্ববাসীর সামনে হাজির করছেন এ বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য অনুযায়ী এর মধ্যে অত্যন্ত যৌক্তিক কিছু কারণ এখানে তুলে ধরা হলো–
এদিকে গভীর অনুসন্ধানে দেখা গেছে, এ ডিভোর্স বিশেষজ্ঞদের কেউই ডিভোর্সি নয়। এরপরেও তাঁরা কীভাবে এমন খ্যাতি অর্জন করলেন তা নিয়ে মাওয়া-জাজিরার গভীরতর অনুসন্ধান চলছে। যে প্রতিষ্ঠান থেকে তাঁরা ডিগ্রি নিয়েছেন সেটির অস্তিত্ব আছে কিনা তা নিয়েও উঠেছে প্রশ্ন। এসব অঘামার্কা প্রশ্ন যাঁরা তুলেছেন তাঁদের হারিকেন দিয়ে খুঁজছে বিলবাহিনী।