হোম > ল–র–ব–য–হ

টয়লেটে যেতে না দেওয়ায় মাঝ আকাশে বিমানের মেঝেতে প্রস্রাব করলেন নারী!

সাম্প্রতিক সময়ে উড়ন্ত বিমানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনার বিষয় সামনে এসেছে। কোনো যাত্রী তাঁরই সহযাত্রীর ওপর প্রস্রাব করে দিচ্ছেন, তো আবার কোনো যাত্রী পাশের সহযাত্রীর গায়ে বিছা ছেড়ে দিচ্ছেন। তবে এবার একটু ভিন্ন ঘটনা ঘটেছে। এক নারী দাবি করেছেন, তাঁকে টয়লেটে না যেতে দিয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করতে বাধ্য করা হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে চলতি মাসের ২০ তারিখে। ওই নারীর অভিযোগ—বিমানটিতে থাকা যাত্রীসেবায় নিয়োজিত কর্মচারীরা তাঁকে দীর্ঘ কয়েক ঘণ্টা সময় টয়লেট ব্যবহার করতে যেতে দেননি এবং তাঁকে বাধ্য করা হয়েছে বিমানের মেঝেই প্রস্রাব করতে। 
 
২০ জুলাই যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ওই নারী দাবি করেন, বিমানের কর্মচারীরা তাঁকে দুই ঘণ্টারও বেশি সময় ধরে টয়লেটে যেতে বাধা দিয়েছেন। কিন্তু এরপর তিনি কোনোভাবেই তাঁর প্রস্রাবের বেগ আটকে রাখতে পারেননি, তাই তিনি বাধ্য হয়ে বিমানের মেঝেতেই প্রস্রাব করেন। আফ্রিকান বংশোদ্ভূত ওই নারী দাবি করেন, পুরো ঘটনাটি বিমানটির এক ক্রু রেকর্ডও করেছেন। 

ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘২০ জুলাই স্পিরিট এয়ারলাইনসের একটি ফ্লাইটে একজন আফ্রিকান-আমেরিকান বিমানের মেঝেতে প্রস্রাব করেন। তিনি বিমানের টয়লেট খোলা পর্যন্ত অপেক্ষা করতে চাননি। এদিকে, তাঁর প্রস্রাব থেকে বাজে দুর্গন্ধ ছড়ানোয় ফ্লাইট অ্যাটেনডেন্টরা তাঁকে বেশি করে পানি পান করতে বলেন।’

ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বিমানের মেঝেতে প্রস্রাব করছেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে তর্ক করছে। এই বিষয়ে স্পিরিট এয়ার কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার