হোম > ল–র–ব–য–হ

পশ্চিমের ধনীরা কেন জানালার পর্দা খোলা রাখে, জানা গেল গবেষণায়

যুক্তরাষ্ট্রের অভিজাত এলাকাগুলোতে গেলেই এখন যে কারও খোলা জানালা দিয়ে ঘরে উঁকি দেওয়া যায়। সংকোচ ঝেড়ে আধখোলা দরজা বা জানালা দিয়ে একটু উঁকি দিলেই দেখা যায়, দেয়ালে বিশাল স্ক্রিনের ফ্ল্যাট টেলিভিশন, বৃত্তাকারে সাজানো দামি কাঠের সোফা, আরও অনেক চোখ ঝলসানো আসবাবপত্র। যেন এক বিলাসপণ্যের শোরুম!

তাঁরা বেখেয়ালে এভাবে পর্দা সরিয়ে রাখেন এমন নয়। খুবই সচেতনভাবে এটি করা হয়! আজকাল জানালার পর্দা খোলা রাখা বা একেবারেই পর্দা না রাখা আভিজাত্যের নিদর্শন। নতুন এক গবেষণায় চমকপ্রদ এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রে বছরে ২০ হাজার ডলার থেকে ২৯ হাজার ডলার উপার্জনকারীদের তুলনায় গড়ে ১ লাখ ৫০ হাজার ডলার উপার্জনকারীদের মধ্যে পর্দা খোলা রাখার প্রবণতা এখন দ্বিগুণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, গবেষণায় জানালার পর্দা খোলা রাখা হয় এমন বেশ কয়েকটি ধনী পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। যেখানে আমেরিকায় ঘরের পর্দা বেশ ব্যয়বহুল। এ থেকে ধারণা হতে পারে, যারা ধনী তারাই পর্দা কেনে। কিন্তু এর উল্টো চিত্র দেখা গেছে।

ঘরের অভ্যন্তরে যদি পর্যাপ্ত দামি আসবাব ও সাজসজ্জা থাকে তবে পর্দা খোলা রেখে তা বাইরের লোকদের সামনে প্রদর্শন করা যায়। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীর কাছে জাহির করা যায়— ঘর সাজানোতে আপনি কতটা রুচিশীল বা ব্যক্তি হিসেবে কতটা শৌখিন!

শুধু আমেরিকাতেই নয় পশ্চিম লন্ডনেও পর্দা ছাড়া বাড়িগুলোতে উঁকি দিলেই দেখা যায়, বিশাল পিয়ানো, দেয়ালের সঙ্গে লাগোয়া বাহারি বুকশেলফ, বিলাসবহুল সোফায় বসে থাকা বিলাসবহুল কুকুর। এসব দেখে যে কারওরই মনের মধ্যে বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্ক্ষা জাগতে পারে!

দেখানোর মতো গৃহসজ্জা না থাকলে আমেরিকানরা বাড়ির জানালা পর্দা দিয়ে ঢেকে রাখাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এমনকি সূর্যের আলো প্রবেশের মতোও ফাঁকা স্থান রাখা হয় না। ঘরের সাধারণ মানের মাইক্রোওয়েভ ওভেন, টেলিভিশন, ফ্রিজ কে বাইরের মানুষকে দেখাতে চায়!

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে