হোম > ল–র–ব–য–হ

পরস্পরকে বিয়ে করেছেন মিস আর্জেন্টিনা ও মিস পুয়ের্তো রিকো

পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।

গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল। 

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ। 

ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’ 

ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’ 

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া