হোম > ল–র–ব–য–হ

পোষা পোকামাকড়! মাসে ৫ হাজার পাউন্ড আয় কিশোরের

ল–র–ব–য–হ ডেস্ক

ঢাকা: পোষা প্রাণী বলতে আমরা কী বুঝি? যে প্রাণীগুলোকে খুব শখ ও যত্ন করে আমরা লালন-পালন করি, তাই তো। এদের কথা এলে প্রথমেই আমাদের মনে যে প্রাণীগুলোর ছবি ভেসে ওঠে সেগুলো ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতেই পারে। যেমন–বিড়াল, কুকুর কিংবা পাখি।
একবার ভেবে দেখুন তো, আপনার চারপাশে মাকড়সা, বিচ্ছু, তেলাপোকা, ফড়িং–এর মতো পোকামাকড় যদি স্বচ্ছন্দে ঘুরে বেড়ায়, তাহলে কেমন লাগবে? যুক্তরাজ্যের লানেলিতে এমনই এক তরুণ রয়েছেন।

তাঁর শখের পোষা প্রাণীর তালিকায় রয়েছে অভিনবত্ব। বাসায় তিনি পোকামাকড় লালন-পালন করেন। শুধু তা–ই নয়, এই পোকামাকড় বিক্রি করে তিনি প্রতি মাসে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত আয় করেন! বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা!

লানেলির ১৯ বছর বয়সী ক্যামেরন রিয়ার্ডনের সংগ্রহে আছে কাঠ ফড়িং, ঘাস ফড়িং, গোবরে পোকা, মাকড়সা, বিচ্ছু জাতীয় নানা অদ্ভুত পোকামাকড়।

প্রথমে তিনি এসব পোকামাকড় শোয়ার ঘরেই রাখতেন। সমস্যা হলো, ঘর থেকে দৈনিক কিছু পোকা হারিয়ে যাওয়া শুরু করল। তখন তিনি তাদের জন্য একটি আশ্রয়স্থল বানিয়ে দেন।

রিয়ার্ডন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তাঁর সংগ্রহের পোকামাকড়গুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় লেডিবার্ড মাকড়সা। এগুলো দেখতে খুবই চমৎকার। চাহিদা বেশি। ফলে চড়া দামে বেচতে পারেন তিনি। তবে সব মাকড়সাই কিন্তু নিরীহ নয়। এগুলোর মধ্যে কিছু রয়েছে বেশ আক্রমণাত্মক। যেমন, থাইল্যান্ডের কালো মাকড়সা। এটি তিনি থাইল্যান্ড থেকেই এনেছেন। এই মাকড়সাগুলো বেশ ভয়ংকর, তবে পোষা প্রাণী হিসেবে ততটা খারাপ নয় বলে দাবি করেন রিয়ার্ডন।

সবচেয়ে মজার তথ্য হলো, এই মাকড়সাগুলো বিড়াল কিংবা কুকুরের মতো একসঙ্গে দু-চারটি বাচ্চা দেয় না; এরা এক সঙ্গে হাজারের মতো বাচ্চা ফুটায়। ফেসবুকের মাধ্যমেই বেশির ভাগ পোকামাকড় বিক্রি করেন তিনি। ধরনভেদে সংগ্রহের মাকড়সাগুলো ৩০০ থেকে ৫০০ পাউন্ডেও বিক্রি করেন। রিয়ার্ডনের সংগ্রহে গোবরে পোকা, কাঠ ফড়িং, ঘাস ফড়িং, দৈত্যাকৃতির কেন্নো, গিরগিটিও রয়েছে।
পোকা বেচেই লাখপতি রিয়ার্ডন। তবে তাঁর মা এগুলো ভীষণ ভয় পান। শুরুর দিকে পোকাগুলো যখন তিনি শোয়ার ঘরে রাখতেন তখন একদিন বিশাল এক কেন্নো ঢুকে যায় মায়ের ঘরে। তিনি ভয়ে লাফানো শুরু করেন। কিছু মাকড়সাও লাফিয়ে এদিক সেদিক দৌড়াতে থাকে। মা ভয়ে সিঁটিয়ে যান।

তবে রিয়ার্ডন হাল ছাড়ার পাত্র নন। বর্তমানে একটাই লক্ষ্য তাঁর। ব্যবসাকে এখন যুক্তরাষ্ট্রের বাজারেও প্রসারিত করার স্বপ্ন দেখছেন।

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

ওপর থেকে পড়ল পাখির বিষ্ঠা, ভারতে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বন্ধ

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়