হোম > ল–র–ব–য–হ

এক টিকটক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয়, চাকরিই ছাড়লেন শিক্ষিকা

চীনের অতি সাধারণ একটি কিন্ডারগার্টেনের শিক্ষক তিনি। শিক্ষার্থীদের নিয়ে নার্সারি লেভেলের একটি সমবেত গান মজা করে টিকটকে লাইভ স্ট্রিম করেছিলেন। ভিডিওটি এতই ভাইরাল হয় যে, এক ভিডিওতেই ১০ বছরের বেতনের সমান আয় করেন তিনি। এরপর চাকরিটাই ছেড়ে দিয়েছেন! 

চীনের হুবেই প্রদেশের হুয়াং নামে ওই শিক্ষিকা টিকটকে এখন রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছেন। 

একটি বাগানে ফুলের গাছ লাগানোর বিষয়ে ওই নার্সারি রাইমটির ক্লিপ ১০ কোটি বারের বেশি দেখা হয়েছে। গত ৫ মে চীনা গণমাধ্যম ওরিয়েন্টাল ডেইলিতে প্রথম এই খবর প্রকাশ করা হয়। 

মূলত ওই শিক্ষিকার শিক্ষণ পদ্ধতি এবং আকর্ষণীয় চেহারা টিকটকে দর্শকদের নজর কেড়েছে। তার টিকটক অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার ৪৩ লাখের বেশি। 

চলতি মাসের প্রথম দিকে হুয়াং মূলত ভক্তদের অনুরোধেই নার্সারি রাইমটি লাইভ স্ট্রিম করেছিলেন। এর পরপরই টিকটকে ভক্তদের কাছ থেকে নগদ উপহারের বন্যায় ভেসে যায় অ্যাকাউন্ট। সেই সেশনে তিনি ৪ লাখ ইউয়ান বা ৫৭ হাজার ৫৬৪ মার্কিন ডলার থেকে ৫ লাখ ইউয়ান বা ৭১ হাজার ৯৫৫ ডলার উপার্জন করেছেন। 

হুয়াং এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি খুব খুশি। আমি একদিনের জন্য লাইভ-স্ট্রিম করেছি এবং আমার বেতনের ১০ বছরের বেতনেরও বেশি উপার্জন করেছি। সবাইকে ধন্যবাদ।’ 

ওরিয়েন্টাল ডেইলির মতে, হুয়াং এখন টিকটকে পূর্ণকালীন লাইভ-স্ট্রিম শুরু করেছেন। যেখানে শিক্ষক হিসেবে মাসে প্রায় ৩ হাজার ইউয়ান বা ৪৩১ ডলার আয় করতেন। 

হুয়াং এরই মধ্যে একটি প্রভাবশালী ব্যবস্থাপনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম তিনটি লাইভে ২০ লাখ ইউয়ান (২ লাখ ৮৭ হাজার ৮২৩ ডলার) আয় হয়েছে। 

লাইভ স্ট্রিমিংয়ের জন্য চাকরি ছাড়ার রেকর্ড অবশ্য হুয়াংয়ের আগে আরও আছে। ভালো বেতনের চাকরি ছেড়ে তাঁরা লাইভ স্ট্রিমিংকেই পূর্ণকালীন পেশা হিসেবে বেছে নিয়েছেন। 

এর মধ্যে একজন Blizzb 3 ar। ভিডিও গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে স্ট্রিমিং করেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান ব্রিটিশ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং সিস্টেমের চাকরি ছেড়ে দেন তিনি।

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি