ল–র–ব–য–হ ডেস্ক
ঢাকা: বয়স বেড়ে যাওয়ায় এক পশুপালকের কাছে ২০১৯ সালে বিক্রি করে দেওয়া হয়েছিল তাকে। গত বছরের ১৭ জুলাই আগের মালিককে খুঁজতে ৬২ মাইল পথ পেরিয়ে মঙ্গোলিয়ার মরুভূমিতে হাজির হয় উটটি। আরেক পশুপালকের নজরে পড়লে তিনি তাকে তার আগের মালিকের কাছে নিয়ে যান। অবসান হয় নয় মাসের বিচ্ছেদের।
তথ্য: ইন্ডিয়া টাইমস