হোম > ল–র–ব–য–হ

সুইফটিকে পেছনে ফেলে এবারের সেরা নতুন শব্দ ‘রিজ’ মানে কী, এল কীভাবে

যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে? 

বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে। 

আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে। 

প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে। 

জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ” 

এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু

বিড়ালের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ করল নিউজিল্যান্ড সরকার

৮০টি সেলাই ও ২ ঘণ্টার অস্ত্রোপচারে বাঁচল একটি কোবরা

দুই টার্কি মুরগিকে আনুষ্ঠানিকভাবে ‘ক্ষমা’ করলেন ট্রাম্প

মৃত মায়ের বেশ ধরে তাঁর পেনশনের টাকা তুলছিলেন ছেলে

আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক

প্রয়াত মায়ের চিলেকোঠায় পুরোনো কমিক বই, বিক্রি হলো ৯১ লাখ ডলারে

ক্যাটসতাম্বুল: যে শহরে পথের রাজা মানুষ নয়, বিড়াল