হোম > ল–র–ব–য–হ

ঘোড়ায় চেপে চোর ধরল পুলিশ

বুনো পশ্চিমের সিনেমা বা বই যারা পড়েছেন তাঁরা ঘটনাটি দেখলে ভারি আনন্দ পেতেন। কিছু সময়ের জন্য যেন পুরোনো সেই বুনো পশ্চিম বাস্তব হয়ে উঠেছিল। ঘোড়ায় চেপে এক চোরকে পাকড়াও করে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর পুলিশ। 

ওয়েস্টার্ন বই বা সিনেমার কল্যাণে বুনো সেই পশ্চিমের সঙ্গে আমরা অনেকেরই পরিচিত। তখন ঘোড়ায় চেপে কোনো শহরের শেরিফ বা মার্শাল আসামিকে তাড়া করে ধরা ছিল এক অতি পরিচিত দৃশ্য। এই ঘটনার একটি বাস্তব দৃশ্যায়ন হয়েছে আলবুকাকি শহরে। কেনাকাটা করার অভিনয় করে এক দোকান থেকে কিছু জিনিস চুরি করে পালানোর অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। 

আর পুলিশ তখন শহরের রাস্তা ধরে ঘোড়ায় সওয়ার হয়ে লোকটিকে তাড়া করতে থাকে। একপর্যায়ে আটক করে ওই ব্যক্তিকে। গত শনিবার এ তথ্য জানিয়েছে আলবুকাকি পুলিশ। মজার ঘটনা পুলিশের বডি ক্যামেরায়ও বন্দী হয় দৃশ্যটি। 

ওয়ালগ্রিনসের পশ্চিম অংশের একটি বড় দোকান থেকে ২৩০ ডলারের মূল্যের পণ্য চুরি হওয়ার পর আলবুকার্ক পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে তাড়া করে। কিন্তু সাইরেন এবং রাস্তার সঙ্গে গাড়ির চাকার টায়ার ঘঁষা খাওয়ার শব্দের বদলে লোকটি শুনল ঘোড়ার ছুটে আসার আওয়ার। তারপরই দেখল কংক্রিটের রাস্তা এবং ফুটপাতে দিয়ে তার দিকে ঘোড়ায় চেপে ছুটে আসছেন এপিডির (আলবুকার্ক পুলিশ ডিপার্টম্যান্ট) এক কর্মকর্তা। 

পুলিশ কর্মকর্তাটি নাম চার্লস ব্রিডেন। ‘আলবুকার্ক পুলিশ!’ ৩০ বছর বয়সী সন্দেহভাজন চোর মার্ক চ্যাকনের উদ্দেশ্যে চিৎকার করলেন ব্রিডেন, ‘আপনাকে আটক করা হচ্ছে! আসুন!’ 

ব্রিডেন বলেছিলেন পথচারীদের সুরক্ষায় টহল দিতে ঘোড়াগুলি আস্তাবল থেকে কেবলই বের করে আনা হয়েছিল। আলবুকার্কের আপাত শান্তিপূর্ণ রাস্তা দিয়ে এঁকেবেঁকে ছুটে চলা চ্যাকনকে সতর্ক করে আত্মসমর্পণের নির্দেশ দেন ব্রিডেন। 

‘এটা আমি করিনি’ ব্রিডেন কাছে চলে এলে চ্যাকন চিৎকার করে ওঠে। পুলিশ কর্মকর্তারা তাকে রাস্তার মাঝখানে ঘিরে ফেলে এবং নিজেদের হেফাজতে নেয়। 

‘অফিসারদের কাছে আমরা খুব সন্তুষ্ট’ বলেন,’ বলেন এপিডি হর্স মাউন্টেড ইউনিটের সার্জেন্ট মাইক শ্রোডার, ‘তারা তাদের কাজ করছে। আর এটা ভালোমতোই যে করেছে তাতে সন্দেহ নেই।’ 

চোরাই মালামাল রাখা, পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া এবং মাদকের সামগ্রী রাখাসহ বিভিন্ন অভিযোগের মুখোমুখি হতে হচ্ছে চ্যাকনকে।

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া