পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।