হোম > ল–র–ব–য–হ

শহরের রাস্তায় দৌড়াচ্ছিল উট পাখি

রাস্তায় হঠাৎ যদি দেখেন গাড়ির পাশাপাশি মস্ত এক উট পাখি ছুটছে, তখন কেমন লাগবে বলুন তো? এমন কাণ্ডই হয়েছে দক্ষিণ কোরিয়ার এক শহরে। একটি পার্ক থেকে পালিয়ে আসা ওই উট পাখি এক ঘণ্টার বেশি দৌড়ে বেড়ায় রাস্তায়। 

দক্ষিণ কোরিয়ার সিয়ংনাম শহরের এক ব্যস্ত সড়কে গত মঙ্গলবার সকালে এমন কাণ্ড হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে পাখিটিকে যানবাহন এড়ানোর চেষ্টা করতে এবং একটি ট্রাকের সঙ্গে মৃদু ধাক্কা খেতেও দেখা যায়।

উদ্ভট এই দৃশ্য দেখে মোটরসাইকেলচালকেরা উটপাখির সঙ্গে সংঘর্ষ এড়াতে তাদের গাড়ির গতি কমিয়ে দেন। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, পাখিটির নাম তাদোরি এবং ওই এলাকায় গাড়ি চালানো বেশ কয়েকজন চালক ক্যামেরায় এর ছুটে বেড়ানোর দৃশ্য বন্দী করেন। 

সিওংনামের ডেওন টানেল মোড়ে উট পাখিটিকে দেখা যায় বলে জানিয়েছে দ্য স্টার। 

তাদোরি একটি স্থানীয় ইকোলজিক্যাল পার্ক থেকে পালিয়ে গিয়েছিল। এক ঘণ্টার বেশি সময় মুক্ত অবস্থায় সে ঘুরে বেড়িয়েছে বলে জানা গেছে। পাখিটিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে নিরাপদে পার্কে ফিরিয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি।

এদিকে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

‘প্রাণীটি গাড়ির মতো একই গতিতে চলছিল।’ একজন এক্স ব্যবহারকারী লেখেন। অন্য একজন লেখেন, ‘উট পাখিটি রাজকীয়ভাবে দৌড়াচ্ছে।’ 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহেপ জানিয়েছে, পাখিটিকে সকাল ৯টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) রাস্তায় ছুটে চলতে দেখা যায় এবং সকাল ১০টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) একটি কারখানা নির্মাণের জায়গায় ধরা পড়ে এটি।

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া