হোম > ল–র–ব–য–হ

১৭টি দলের অংশগ্রহণে ‘সুষ্ঠু নির্বাচন’, তবুও কেন জ্বলে যুক্তরাষ্ট্রের

গোলাম ওয়াদুদ, ঢাকা

গণতন্ত্রের ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের চাওয়া— দেশে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন সেটিই করে দেখিয়েছেন। ১৭টি দলকে তিনি প্রতিদ্বন্দ্বিতায় এনেছেন। এরপরও নিরঙ্কুশ জয় পেয়েছেন। তিনিই এশিয়ার কোনো দেশে সর্বোচ্চ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। এতটাই জনপ্রিয় এই নেতা! গতকাল রোববার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এই নির্বাচনও নাকি যুক্তরাষ্ট্রের মনঃপূত হয়নি। উগান্ডা, সোমালিয়া ও নাইজেরিয়ার মতো অযৌক্তিকভাবে এ দেশটির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে!

দেশে দেশে নির্বাচন নিয়ে নানা খেলা চলে ও চলছে। ক্ষমতা আঁকড়ে থাকতে ভোটের খেলায় মেতে ওঠেন তাঁরা। এসব নেতার কাছে মার্কিন মার্কা গণতন্ত্রের ‘বেইল’ নাই! তাঁরা নিজস্ব ব্র্যান্ডের গণতন্ত্রের সদাই করতে চান। চোখে আঙুল দিয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ত্রুটি দেখিয়ে দিচ্ছেন তাঁরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রও কম বেকায়দায় নেই! 

পাঠ্যপুস্তকে গণতন্ত্রের সংজ্ঞা পড়াতে গিয়ে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। যারা ‘রাজনীতি’ বোঝেন না তাঁরাই লিংকনের বক্তব্যকে আপ্তবাক্য মনে করেন। জো বাইডেন অবশ্য সেই সংজ্ঞাকে সংকুচিত করে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচনে নিয়ে এসেছেন। তাতে লিংকন রুষ্ট হলেও কিছু আসে যায় না।

আব্রাহাম লিংকন বলেছিলেন, জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত এবং জনগণের সরকারই হলো গণতান্ত্রিক সরকার। কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেছেন, গণতন্ত্রের পূর্ব শর্ত হলো শিক্ষিত জনগণ। তাহলে যেই জনগণ নিজেদের ভালো বোঝে না তাদের এই প্রক্রিয়ায় জড়ানোর কোনো প্রয়োজন আছে কি? সেটিই বলছেন, আধুনিককালের গণতন্ত্রের অবতারেরা। তাঁরা অংশগ্রহণমূলক নির্বাচনই করছেন। যেমন করেছেন কম্বোডিয়ার হুন সেন। তাঁর আয়োজনে ১৭টি দল নির্বাচনে অংশ নিয়েছে। 

হুন সেনের সহমত ভাইয়েরাও তা–ই বলছেন। কোথাকার কোন লিংকন ফিংকনের কথা এখন আর ধোপে টেকে না। প্রাচীন লোকদের কথায় এখন দেশ উন্নয়নের মহাসড়কে চলবে না। ওই সব সেকেলে ধারণা আপনারা ধুয়ে খান! আধুনিক, ডিজিটাল ও স্মার্ট দুনিয়ায় পৌঁছে গেছে মানুষ। লিংকনের কালে কি স্মার্টফোন, ফেসবুক, গুগল ছিল? 

রোববারের নির্বাচনের আগে হুন সেন বলেছিলেন, ‘আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।’ হয়েছেও তাই। নির্বাচনে তাঁর দল ছাড়াও ১৭টি দল অংশ নিয়েছে। কোনো সংঘাত হয়নি। কেন্দ্রে ভোটার উপস্থিতির চিত্রটা নিয়ে আলাপ করে তো লাভ নেই। ব্যালটে সিল পড়েছে কিনা সেটা দেখতে হবে।

আর ওদিকে কম্বোডিয়ার বৃহত্তম বিরোধী দল—   তারা নির্বাচনে আসবে না বলে নানা অজুহাত দেখিয়ে আসছিল। তাই সরকার আগেভাগেই আপদ বিদায় করেছে। প্রথমে নাম নিশানা মুছে ফেলার জোগাড় করা হয়েছে। পরে নির্বাচনেই অযোগ্য ঘোষণা করেছে হুন সেনের সরকার। এমন অথর্ব বিরোধী দল, যারা ভোটের লড়াইয়ে অংশ নিতে ভয় পায়, তাদের নিয়ে ভেবে সময় নষ্ট কেন করবে সরকার! কাউকে তো আর হাত-পায়ে ধরে নির্বাচনে আনা যায় না!

সবচেয়ে বড় কথা হলো, যেই মানুষটিকে ৩৮ বছর ধরে জনগণ ক্ষমতায় রেখেছে তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলে কোন অকালকুষ্মাণ্ড! দেশের প্রতি ভালোবাসা আর উন্নয়ন দেখেই মানুষ তাঁকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে।

তবে হ্যাঁ, লুথা মানুর মতো কিছু নির্বোধ সব সময়ই থাকে। তারা বলবে, আমরা ভোট দেব না। আগেও দেইনি, এখনো দেব না। কারণ, আমরা জানি ফল কী হবে। ভোট দিতে যাওয়া মানে শুধু শুধু সময় নষ্ট। খেলার মাঠে অন্তত দুজন বড় প্রতিদ্বন্দ্বী থাকতে হয়। 

অথচ মাঠে প্রতিদ্বন্দ্বী ছিল ১৭টি। সেটি তাদের চোখে পড়বে না। এরা হলো চোখ থাকতেও অন্ধ। তাদের কে দেখাবে পথ?

প্রায় চার দশক ধরে নির্বিবাদে দেশ চালাচ্ছেন পিপলস পার্টির (সিপিপি) হুন সেন। দুষ্টু লোকেরা এখন বলছেন, হুন সেনের এবারই শেষ। প্রধানমন্ত্রী নাও হতে পারেন। এতে বিরোধীদের আনন্দে লাফানোর সুযোগ নেই অবশ্য। কারণ কম্বোডিয়ার প্রধানমন্ত্রিত্ব যেতে পারে হুনের ছেলের পকেটে। তিনি বর্তমান সেনাপ্রধান হুন মানেত। ফলে বিরোধীদের ক্ষমতায় বসার খায়েশ পূরণ হচ্ছে না শিগগিরই। জনগণ চাইলে তিনি কেন সরবেন?

আরামে ভোট করার ব্যবস্থাও করে রেখেছেন হুন সেন। নতুন আইন করেছেন তিনি। কেউ মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করলে আছে শাস্তির ব্যবস্থা। ভোট না দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ।

হুন সেনের দাবি, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং যারা মানুষকে ভোটদানে বিরত রাখার ‘অপচেষ্টা’ চালায় তাদের রুখতেই এই আইন। এরই মধ্যে এই আইনে ধরপাকড় শুরু হয়েছে। বিরোধী দলের অন্তত দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে থাকা ১৭ জন বিরোধী রাজনীতিবিদকে ২০ থেকে ২৫ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে। মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগে ‘বাধা’ দিলে এমন কঠোর শাস্তিই পেতে হয় হুনের রাজ্যে। এভাবেই মানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ হুন সেন।

গণতন্ত্রকে সমুন্নত রাখতে যে মানুষটি এত কিছু করছেন, তাঁর সঙ্গে বিলা লিংকনের দেশের বাইডেন প্রশাসন। গতকাল ভূমিধস বিজয়ের পর বাইডেন প্রশাসন অন্যায়ভাবে কম্বোডিয়ায় সহায়তা স্থগিত করে ‘গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার সঙ্গে’ জড়িত ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের দাবি, কম্বোডিয়ার সাধারণ নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু’ হয়নি। এমনকি নির্বাচন শুরুর আগ থেকেই বিরোধী দল, গণমাধ্যম ও নাগরিক সমাজ, সর্বোপরি সংবিধানকে অবজ্ঞা করে আসছে ক্ষমতাসীনরা। 

বিদেশিদের ডেকে এনেও গণতন্ত্রের জয়যাত্রা রুখতে পারবে না কেউ— এমনটাই বলেছেন হুন সেন। তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

এই কলিকালে হুন সেনরাই গণতন্ত্রের মানসপুত্র। যারা বেশি বোঝে তারা বারবার ভোটদানে বিরত থাকুক। জনগণ (পড়ুন সহমত ভাইয়েরা) হুন সেনদের ফুলের মালা পরিয়ে ঠিকই ক্ষমতায় বসাবে।

লেখক: সহ সম্পাদক, আজকের পত্রিকা

আরও পড়ুন—

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী

ব্যর্থ ব্যবসায়ী ফুড ডেলিভারি করে লাখপতি

বিমানের ডানায় আটকে গেল প্যারাস্যুট, অলৌকিকভাবে বাঁচলেন স্কাইডাইভার

সময়ের আগে অফিসে যাওয়ায় চাকরিচ্যুত নারী

২৩ লাখ টাকার ‘ডিম’ গিলে ফেললেন যুবক, এক সপ্তাহ পর যেভাবে উদ্ধার করল পুলিশ

১৯ হাজার ডলারের ‘ডিম’ গিলে যুবক কারাগারে

জরায়ুহীন হয়ে জন্মেছিলেন, তাঁর হয়ে সন্তান জন্ম দিলেন প্রিয় বন্ধু