হোম > ল–র–ব–য–হ

স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে অ্যাসিস্টেন্ট যখন চ্যাটজিপিটি

এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো পরিচালনা করেন। ছবি: এএফপি

সিভি বা কোনো লেখার সারসংক্ষেপ তৈরির মতো দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহার করার কথা শুনে থাকবেন। তবে স্বামীর সঙ্গে ঝগড়ায় পেরে উঠতে চ্যাটজিপিটিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করার বিষয়টি একটু অদ্ভুত মনে হতে পারে। আর এমনটিই করে থাকেন ব্রিটিশ সংগীতশিল্পী লিলি অ্যালেন।

লিলি অ্যালেনের স্বামী হলেন জনপ্রিয় টিভি শো ‘স্ট্রেঞ্জার থিংস’-এর অভিনেতা ডেভিড হারবার। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অ্যালেন ও হারবারের বিয়ে হয়।

এই ৩৯ বছর বয়সের সংগীতশিল্পী নিজস্ব পডকাস্ট শো ‘মিস মি?’ পরিচালনা করেন। তিনি সেই পডকাস্টে বলেন, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে ব্যক্তিগতকৃত টেক্সট মেসেজ তৈরি করেন এবং সেটি তার স্বামীকে পাঠান।

তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগত বিষয়গুলোর জন্য চ্যাটজিপিটি বেশি ব্যবহার করি। যদি আমার এবং স্বামীর মধ্যে কোনো ঝগড়া হয়ে থাকে এবং আমাকে সেটা ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চ্যাটজিপিটি ব্যবহার করি। আমি চ্যাটজিপিটিকে বলি, ‘আমাকে একটা দীর্ঘ টেক্সট মেসেজ লিখে দাও, যা শুরু হয় ডিশওয়াশার নিয়ে এবং আর্থিক বিষয় নিয়ে ঝগড়া দিয়ে শেষ হয়েছে।’

লিলি অ্যালেন পডকাস্টে ব্যাখ্যা করেন কীভাবে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যারটি ব্যবহার করে আরও ব্যক্তিগতকৃত উত্তর তৈরি করেন। তিনি বলেন, চ্যাটজিপিটিতে পছন্দমতো প্রম্পট দেওয়া যায় এবং শেষে নিজের কথা যুক্ত করা যায়। এসব চ্যাট কপি ও পেস্ট করে মেসেজ হিসেবে পাঠাই, যতক্ষণ না যথেষ্ট মনে হয়।

তবে এই সুবিধার বিপরীতে বলেন, ‘প্রম্পট দিতে দিতে পছন্দের উত্তর পেতে যখন অনেক সময় ব্যয় হতো, তখন মনে হতো নিজে লিখলেই বরং ভালো হতো।’

তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’