হোম > ল–র–ব–য–হ

৮৪ বছর পর লাইব্রেরিতে বই ফেরত

দীর্ঘ ৮৪ বছর পর নিজেদের বই ফেরত পেল ইংল্যান্ডের কভেন্ট্রি শহরের আর্লসডন লাইব্রেরি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৩৮ সালে ক্যাপ্টেন উইলিয়াম হ্যারিসন নামে এক ব্যক্তি ওই লাইব্রেরি থেকে রিচার্ড জেফ্রির লেখা ‘রেড ডিয়ার’ বইয়ের একটি কপি ধার নেন। এরপর কেটে যায় ৮৪ বছর। বইয়ের কথা রীতিমতো ভুলে যায় সবাই।

গত মঙ্গলবার নিজের মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বইটি খুঁজে পান উইলিয়ামের নাতি প্যাডি রিওর্ডান। পরে বইটিকে আর্লসডন লাইব্রেরিতে ফেরত দিয়ে আসেন প্যাডি। এত দিন পর নিজেদের বই ফেরত পেয়ে বেশ অবাকই হয়েছে লাইব্রেরির কর্তৃপক্ষ। এ ঘটনায় আর্লসডন কার্নেগি লাইব্রেরি তাদের ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্ট করে ধন্যবাদ জানিয়েছে প্যাডিকে। পোস্টে বলা হয়েছে, ‘এমন সুন্দর জিনিস সচরাচর দেখা যায় না...৮৪ বছর দুই সপ্তাহ পর আমাদের বই আমাদের কাছে ফেরত এসেছে।’

প্যাডি এই ঘটনায় মজা করে বিবিসিকে বলেন, ‘আমার নানার করা পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে।’

এদিকে দেরিতে বই ফেরত দেওয়ার জরিমানাও প্যাডি পরিশোধ করেছেন বলে জানিয়েছে বিবিসি। এ নিয়ে লাইব্রেরি কর্তৃপক্ষ তাদের ইনস্টাগ্রাম পোস্টে আরও লিখেছে, ‘নানার ধার করা বই ফেরত দিতে এসে ১৮ পাউন্ড জরিমানাও পরিশোধ করেছেন প্যাডি। বইটি শেষমেশ নিজের ঘরে ফিরল ভেবে আমাদেরও বেশ ভালো লাগছে।’

এ বিষয়ে লাইব্রেরির এক কর্মকর্তা লুসি উইন্টার বিবিসিকে বলেছেন, ‘আমাদের লাইব্রেরির ইতিহাসে এটি একটি অসাধারণ ঘটনা হিসেবে থেকে যাবে।’

এক সপ্তাহে ১৭ জনকে হত্যা, সন্দেহের তীর একটি হাতির দিকে

২০২৬-এ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা, দেখা মিলতে পারে এলিয়েনের—বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

একমাত্র ছেলেকে হারিয়ে ৬২ বছর বয়সে গর্ভধারণ, ভাইরাল নারী

কেজিপ্রতি ১৬ লাখ টাকা, জাপানে রেকর্ড দামে বিক্রি হলো একটি টুনা

২০২৬ নিয়ে নস্ত্রাদামুসের ভয়ংকর ভবিষ্যদ্বাণী: আছে নয়া ফ্যাসিবাদের উত্থান ও মহাযুদ্ধ

নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী: ৭ মাসের যুদ্ধ, ভয়াবহ নৌ-সংঘাতসহ ২০২৬ সালে যা অপেক্ষা করছে

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া