হোম > ল–র–ব–য–হ

মাঠে সাপ ঢোকায় খেলা বন্ধ, ভিডিও ভাইরাল

খেলার মাঠে অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে সাপ ঢুকে পরায় বিঘ্নিত হলো একটি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ। রোববার (২ অক্টোবর) ভারতের গুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২য় আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

ম্যাচ চলাকালীন সপ্তম ওভারে খেলোয়াড়রা মাঠে নিজেদের স্থান পরিবর্তন করার সময় ফিল্ডারদের নজরে আসে সাপটি। পরে সঙ্গে সঙ্গে মাঠ কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তারা দ্রুত সাপটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। 

মাঠ কর্মকর্তাদের এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধারণা করা হচ্ছে তারা আগে থেকেই এমন কোনো ঘটনা ঘটতে পারে বলে আন্দাজ করতে পেরেছিলেন। 

সাপের বিষয়টি জানানো হলে দ্রুত প্রশিক্ষিত চারজন ব্যক্তি দৌড়ে এসে মাঠে প্রবেশ করে। পরে সাপ ধরার লাঠি ও বালতি ব্যবহার করে সাপটিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। 

খেলা চলাকালে মাঠে সাপ ঢুকে পড়ার ঘটনাটি ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

এর আগেও বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে খেলা চলাকালীন মাঠের মধ্যে কুকুর, বিড়াল, পাখি এমনকি নগ্ন হয়ে মানুষ দৌড়ানোর ঘটনাও ঘটেছে। তবে এই সাপের ঘটনার মধ্য দিয়ে গুয়াহাটি স্টেডিয়ামটি নিজেদের এমন তালিকায় অন্তর্ভুক্ত করল।

কখনো চাকরিই করেননি, সেই প্রতিষ্ঠান থেকে পেলেন বরখাস্তের চিঠি

চীনের গ্রামে লিভ টুগেদার ও গর্ভধারণ নিয়ে ‘অদ্ভুত’ আইন জারি, সমালোচনার ঝড়

৩০ বছর পর প্রথম শিশুর জন্মে খুশিতে মাতোয়ারা ইতালির এক গ্রাম

জরায়ুর বাইরে বেড়ে উঠল শিশু, অলৌকিক জন্ম দেখল ক্যালিফোর্নিয়া

অন্য নারীর ছবিতে লাইক দেওয়া বৈবাহিক বিশ্বাসভঙ্গের শামিল: তুরস্কের আদালত

বাগ্দত্তা ‘বেশি খায়’, বিয়ে ভেঙে দিয়ে ক্ষতিপূরণ চাইলেন প্রেমিক

মদের দোকানে তাণ্ডব, বাথরুমে পাওয়া গেল মাতাল র‍্যাকুন

ভারতে প্রায় কোটি টাকার এক হিরা খুঁজে পেলেন ‘শৈশবের দুই বন্ধু’

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

অফিসে ঘন ঘন টয়লেটে যাওয়ায় চাকরি হারালেন প্রকৌশলী