চলন্ত বিমান থেকে প্যারাসুট নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েন তাঁদের বলা হয় প্যারাট্রুপার। এর ঠিক বিপরীত দুঃসাহসী কাজটি যারা করেন তাঁদের নাম উইংসুট ফ্লাইয়ার। সহজ কথায় উইংসুট ফ্লাইয়াররা বাতাসে উড়তে উড়তে চলন্ত বিমানে উঠে যান।
এমনই দুই পেশাদার ফরাসি উইংসুট ফ্লাইয়ার ফ্রেড ফুগেন এবং ভিন্স রেফেট। সম্প্রতি এই যুগল সুইজারল্যান্ডের বার্নিস আল্পসের অন্যতম প্রধান চূড়া জংফ্রাউ থেকে ঝাঁপ দিয়ে মাঝ আকাশের একটি বিমানে উঠে যান। দৃশ্যটি দারুণ রোমাঞ্চকর ও অবিশ্বাস্য। একে হলিউড চলচ্চিত্রের দৃশ্য ভেবে ভুল করবে অনেকেই।
এ সাফল্যকে 'ক্যারিয়ারের সবচেয়ে দৃঢ় প্রকল্প' হিসেবে বর্ণনা করেছেন এ দম্পতি। এ প্রচেষ্টা সফল হওয়ায় তাঁরা দারুণ উচ্ছ্বসিত।
ফ্রেড ফুগেন এবং ভিন্স রেফেটের আগে ডেয়ারডেভিল প্যাট্রিক ডি গেয়ার্ডন নামে এক উইংসুট ফ্লাইয়ার ঠিক এই স্ট্যান্টটি করেছিলেন। এর ২০ বছর পরে এসে একযোগে এই রেকর্ডটি ভাঙলেন এই যুগল।
তথ্যসূত্র: নিউজ ইন লেভেলস